Women’s World Cup Ind vs Pak: সূর্যকুমারদের পর হরমনপ্রীতরাও! পাকিস্তানকে ৮৮ রানে হারিয়ে জয়ী ভারতের মেয়েরা

October 5, 2025 | 2 min read
Published by: Raj

Photo: Anshuman Akash / CREIMAS for BCCI

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪.৫০: রবিবার মেয়েদের বিশ্বকাপে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। সদ্য সমাপ্ত এশিয়া কাপে পাক বধের হ্যাটট্রিক করেছেন সূর্যকুমাররা। স্মৃতি মন্ধানারা কি সেই ধারা অব্যাহত রেখে আজ ফের পাকিস্তানকে হারিয়ে দিতে পারবেন? দেখুন প্রতি মুহূর্তের LIVE UPDATE

২২:৪৩: জয়ের দোরগোড়ায় ভারত, নবম উইকেট হারাল পাকিস্তান

২২:৪০: ৪৮ বলে পাকিস্তানের প্রয়োজন ৯০ রান, ভারতের প্রয়োজন আরও দুটি উইকেট

২২:৩৮: অষ্টম উইকেটের পতন, আউট অধিনায়ক সিদ্রা আমিন, জয়ের পথে ভারত

২২:৩০: পাকিস্তানের প্রয়োজন ৬৫ বলে ১০১ রান

২২:২৯: সপ্তম উইকেটের পতন, শামীম কে বোল্ড আউট করলেন দীপ্তি শর্মা, পাকিস্তান ১৪৬/৭

২২:২০: ষষ্ঠ উইকেটের পতন, পাকিস্তান ১৪৩/৬

২১:৫০: অর্ধ শতরান রান করলেন পাক ব্যাটার সিদ্রা আমিন

২১:৩০: ২৫ ওভারে পাকিস্তান ৮৪/৩

২০.২৮: তৃতীয় উইকেট পতন পাকিস্তানের

২০.২১: ১০ ওভার শেষে পাকিস্তানের স্কোর ২৫/২

২০.১০: দ্বিতীয় উইকেট পতন পাকিস্তানের

২০.০০: পাঁচ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১৩/১

২০.০০: প্রথম ধাক্কা! পাকিস্তানের ওপেনার মুনিবা আলিকে রান আউট করলেন দীপ্তি শর্মা।

১৯.১০: নবম উইকেট পতন ভারতের

১৯.০৫: ৪৯ ওভার শেষে ভারতের রান ২৩৬/৮

১৯.০৩: অষ্টম উইকেট পতন ভারতের

১৯.০২: ৪৮ ওভার শেষে ভারতের স্কোর ২২৫/৭

১৯.০০: ঝোড়ো ব্যাটিং শুরু রিচার

১৮.৫২: দীপ্তি শর্মা আউট

১৭.৩৫: ভারতের চতুর্থ উইকেটের পতন

১৭.৩০: ১৫০ রান পূর্ণ করল টিম ইন্ডিয়া

১৭.১৯: ত্রিশ ওভার শেষে ভারতের স্কোর ১৩৬/৩

১৬.৫২: ২৫ ওভার শেষে ভারতের স্কোর ১০৮/৩

১৬.৫০: ভারতের তৃতীয় উইকেটের পতন।

১৬.২০: ভারতের দ্বিতীয় উইকেটের পতন।

১৫.৫২: ১০ ওভার শেষে ভারতের স্কোর ৫৪/১

১৫.৪৯: আউট হয়ে সাজঘরে ফিরলেন স্মৃতি মন্ধানা

১৫:৩০: ৬ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৩৪

টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছেন পাক অধিনায়ক ফতিমা

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen