বিহার বিধানসভা নির্বাচনের সম্ভাব্য সময়সীমা জানাল কমিশন, কবে হতে পারে ভোট?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮.৩০: চূড়ান্ত না হলেও, বিহার বিধানসভা নির্বাচনের সম্ভাব্য সময়সীমা জানিয়ে দিল নির্বাচন কমিশন। সাংবাদিক বৈঠক করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, আগামী ২২ নভেম্বরের মধ্যে বিহার নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। উলেখ্য, বিহার বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২২ নভেম্বর। নিয়ম মেনে তার আগেই নির্বাচন প্রক্রিয়া মিটিয়ে ফেলতে হবে। চলছে প্রস্তুতি।
দু’দিনের সফরে পাটনা গিয়েছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। নির্বাচনের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখছেন। তিনি জানান, “২২ নভেম্বরের মধ্যে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে যা যা করনীয় সবটাই করা হবে।” তিনি আরও জানান, “কোনও বুথেই ১২০০ জনের বেশি ভোটার থাকবে না। ভোটের ১০০ শতাংশ ওয়েব কাস্টিং হবে। বিহারে ২৪৩টি বিধানসভা নির্বাচন। বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন সম্পন্ন হয়ে যাবে বিহারে।”
দু’দিনের সফরে নির্বাচন কমিশন বিহারের সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেছে। প্রতিটি জেলার জেলাশাসক, পুলিশসুপার এবং ডিআইজি, আইজিদের সঙ্গে বৈঠক করেছে। বুথ পর্যায়ের আধিকারিকদের ফটো আইডি কার্ড থাকবে।ভোটদাতাদের ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে নিজের ফোন জমা রেখে ভোট দিতে যেতে হবে।
যেকোনও দিন ভোট ঘোষণা হতে পারে। মনে করা হচ্ছে, দুই বা তিন দফায় ভোট গ্রহণ হবে।