সাংবাদিক বৈঠক ডাকল কমিশন, আজই কি বিহার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা?

October 6, 2025 | < 1 min read
Published by: Ritam

 

 

 

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:১৬: আজ, সোমবার বিকেল ৪টের সময় সাংবাদিক বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন (Election Commission)। সূত্রের খবর, আজকের সাংবাদিক বৈঠকেই বিহারের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হবে।

 

বিহারের বিধানসভায় আসনসংখ্যা ২৪৩। বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হবে আগামী ২২ নভেম্বর। সম্প্রতি সাংবাদিক বৈঠক করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, আগামী ২২ নভেম্বরের মধ্যে বিহার নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।

 

নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দু’দিনের সফরে আসন্ন বিহার নির্বাচনের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখছেন। তিনি জানান, “২২ নভেম্বরের মধ্যে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে যা যা করনীয় সবটাই করা হবে।” তিনি আরও জানান, “কোনও বুথেই ১২০০ জনের বেশি ভোটার থাকবে না। ভোটের ১০০ শতাংশ ওয়েব কাস্টিং হবে। বিহারে ২৪৩টি বিধানসভা নির্বাচন। বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন সম্পন্ন হয়ে যাবে বিহারে।”

 

অক্টোবরের শেষে রয়েছে ছটপুজো। রাজনৈতিক দলগুলির দাবি, ছটের পরপরই নির্বাচনের আয়োজন করা হোক। যাঁরা বাইরে থাকেন, ছটপুজো উপলক্ষে তাঁদের অনেকেই বিহারে ফেরেন। ফলে তাঁরাও ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। ২০২০ সালে করোনা আবহে বিহারে তিন দফায় ভোটগ্রহণ হয়েছিল। এ বছর কত দফায় নির্বাচন ঘোষণা করা হয়, সেদিকে নজর থাকবে। বিজেপি চাইছে এক, দুই দফায় ভোট মিটে যাক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen