উত্তরবঙ্গে পৌঁছলেন মমতা, মৃতদের পরিবার পিছু পাঁচলক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা রাজ্যের তরফে

October 6, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৪৫: বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে আজ উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রওনা হওয়ার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করলেন তিনি। জানালেন, মৃতদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে।

 

তিনি আরও জানিয়েছেন, প্রায় পাঁচশো জন পর্যটককে ইতিমধ্যেই ফেরানো হয়েছে। দুর্যোগে আটকে পড়া পর্যটকদের হোটেল খরচ দেবে সরকার।

 

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আজ হাসিমারায় পৌঁছবেন তিনি। সেখান থেকে নাগরাকাটায় যাবেন। তিনি জানান, তিনি ও মুখ্যসচিব নাগরাকাটা যাবেন, চেষ্টা করবেন চা বাগান পর্যন্ত যাওয়ার। বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত মিরিকে আগামীকাল যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

কলকাতা বিমান বন্দরে দাঁড়িয়ে মমতা বলেন, উত্তরবঙ্গের বন্যা ম্যান মেড। দুর্যোগ পরিস্থিতি ইচ্ছাকৃত তৈরি করা হয়েছে বলেও জানান তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, শনিবার থেকে উত্তিরবিঙ্গের দিকে নজর রাখছি। ভুটান, অসম থেকে জল ঢুকছে। ভুটানের জলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত নাগরাকাটা, মিরিক। এখনও যাঁরা সেখানে আটকে আছেন তাঁদের ফিরিয়ে আনতে ৪৫টি ভলভো বাসের ব্যবস্থা করা হয়েছে। তাঁদের ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের।

 

কেন্দ্রকে তোপ দেগে মমতা বলেন, “কতটা জল সামলাব? বিহার, উত্তরপ্রদেশ থেকে জল আসছে। গঙ্গা টইটম্বুর। ডিভিসি ইচ্ছেমতো জল ছেড়ে চলেছে। মাইথন, ডিভিসন, পাঞ্চেতের জন্য জলযন্ত্রণা ভোগ করছি লাগাতার। কলকাতার কী অবস্থা হয়েছিল সেদিন। এদিকে ভুটান, সিকিমের জলে নাগরাকাটা, ধূপগুড়ির ভয়ংকর অবস্থা। ম্যান মেড বন্যায় এতগুলো প্রাণ গেল।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen