ইতিহাস গড়ল ভারত! বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সে রেকর্ড ২২ পদক জয়

October 6, 2025 | 2 min read
Published by: Ritam

 

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০০: বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের শেষ দিনে রোদে-ঘামে লড়াই করে ভারতের অ্যাথলিটরা লিখে ফেলল এক নতুন ইতিহাস। রবিবার, ৫ অক্টোবর, নয়াদিল্লিতে শেষ হওয়া এই আসরে ভারত জিতল সর্বকালের সেরা ২২টি পদক! ৬টি সোনা, ৯টি রূপো ও ৭টি ব্রোঞ্জ জিতে ভারত শেষ করল দশম স্থানে, যা দেশের প্যারা অ্যাথলেটিক্স ইতিহাসে এক অনন্য মুহূর্ত।

 

এই আসরের শেষ দিনটি যেন ছিল ভারতের! নবদীপ সিং, প্রীতি পাল, সিমরন শর্মা ও সন্দীপ চারজন অ্যাথলিট তাঁদের অসাধারণ পারফরম্যান্সে দেশের পদক তালিকায় যুক্ত করলেন চারটি নতুন সাফল্যের পালক।

 

সবচেয়ে বেশি নজর কাড়েন ‘ক্রাউড ফেভারিট’ নবদীপ সিং, যিনি প্যারিস প্যারালিম্পিকে নিজের মজার উদযাপন ভঙ্গিমার জন্য ভাইরাল হয়েছিলেন। পুরুষদের F41 জ্যাভলিন ইভেন্টে এদিনও তিনি ভরপুর লড়াই করেন। তাঁর সেরা থ্রো ৪৫.৪৬ মিটার, যা ছিল তাঁর মরশুমের সেরা পারফরম্যান্স। এই ফলাফল তাঁর ঝুলেতে এনে দেয় রূপো। স্বর্ণ জেতেন ইরানের সাদেঘ বেইত সায়াহ, যিনি প্যারিসে অযোগ্য ঘোষিত হয়েছিলেন বিতর্কিত কারণে।

 

মেয়েদের বিভাগেও ছিল উত্তেজনা। সিমরন শর্মা চোট ও ক্লান্তির মধ্যেও মহিলাদের ২০০ মিটার T12 বিভাগে লড়াই করে জয় করেন রূপো। দিনের দ্বিতীয় রূপো আসে প্রীতি পালের হাত ধরে মহিলাদের ১০০ মিটার T35 দৌড়ে, যেখানে একবার স্টার্টার পিস্তলের ত্রুটির কারণে তাঁকে দু’বার দৌড়াতে হয় তীব্র গরমের মধ্যে! তবু হাল না ছেড়ে প্রীতি পৌঁছে যান দ্বিতীয় স্থানে।

 

এদিনের শেষ চমক দেন পুরুষদের ২০০ মিটার T44 বিভাগের সন্দীপ— নিজের সেরা টাইম ২৩.৬০ সেকেন্ডে ছুঁয়ে তিনি জিতে নেন ব্রোঞ্জ, আর ভারত পায় আরও এক পদক।

 

এই টুর্নামেন্টের পদক তালিকায় শীর্ষে ছিল ব্রাজিল, মোট ৪৪টি পদক নিয়ে। দ্বিতীয় স্থানে চীন (৫২ পদক) এবং তৃতীয় স্থানে ইরান (১৬ পদক)। তবে আয়োজক দেশ ভারত দেখাল, মনের জোর থাকলে অসম্ভব কিছু নয় প্যারা অ্যাথলেটরা এখন গর্বের সঙ্গে বলতেই পারেন, “আমরাও পারি!”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen