সংযত থাকার বার্তা, রাজনীতি ভুলে দুর্গতদের পাশে দাঁড়ানোর ডাক মমতার

October 6, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:১২:  সরজমিনে খতিয়ে দেখতে সোমবারে উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী। বিপর্যস্ত উত্তরবঙ্গের ত্রাণ শিবিরে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরবঙ্গের পরিস্থিতি দেখতে গিয়ে সোমবার দুপুরে আক্রান্ত হন বিজেপির দুই নেতা, মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। উত্তরবঙ্গে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে সংযত থাকার বার্তা দিলেন। তাঁর কথায়, ‘‘এই সময় কোনও অপ্রীতিকর ঘটনা কাম্য নয়।’’ কঠিন পরিস্থিতিতে ‘একতা’ বজায় রাখার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিন মমতা বলেন, ‘‘শান্ত থাকুন, সংযত থাকুন”। সাধারণ মানুষকে কোনও প্ররোচনায় পা না দেওয়ার বার্তাও দেন। নাগরাকাটায় দুর্গতদের সঙ্গে দেখা করেন তিনি। বার্তা দেন পাশে থাকার। মমতার স্পষ্ট বার্তা, ‘‘এই সময় রাজনীতি ভুলে দুর্গতদের পাশে দাঁড়াতে হবে।”

মুখ্যমন্ত্রীর বার্তা, ‘সরকার এবং প্রশাসন সর্বাত্মকভাবে মানুষের পাশে আছে। আমরা সবাই মিলে এই দুর্যোগ কাটিয়ে উঠব।’ সকলের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘চারপাশের মানুষকে সহযোগিতা করুন। এই সময় কোনও অপ্রীতিকর ঘটনা কাম্য নয়। আমরা একে অপরের পাশে থেকে একসঙ্গে এই সঙ্কটের মোকাবিলা করব।’’

বিকেল নাগরাকাটার কালীখোলা এলাকার ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী, ডিজি ও মুখ্যসচিব রয়েছেন তাঁর সঙ্গে। বাসিন্দাদের সতর্ক করে তিনি বলেন, ‘‘আগামী দু-একদিনের মধ্যে ফের জোয়ার আসতে পারে। এখানে রাস্তার ধারে সরকারের তরফে ত্রাণশিবির খোলা হয়েছে। যাঁরা এসেছেন, তাঁরা ভালো করেছেন। যাঁরা এখনও নিজের বাড়ি আঁকড়ে রয়েছেন, আপনারা দ্রুত এখানে চলে আসুন।নিরাপদে থাকবেন। খাওয়াদাওয়া নিয়ে ভাবতে হবে না।”

 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen