সুপ্রিম কোর্টের নির্দেশে কাটল জট, অবশেষে স্থায়ী উপাচার্য পেল রাজ্যের ৮ বিশ্ববিদ্যালয়
October 6, 2025
|
< 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:২২: দীর্ঘ টানাপোড়েনের পর রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থায় ফিরল স্বস্তি। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে সোমবার পশ্চিমবঙ্গের আটটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য (Vice Chancellor) নিয়োগের ঘোষণা করা হয়েছে। এতদিন এই বিশ্ববিদ্যালয়গুলিতে অস্থায়ী উপাচার্য দিয়ে প্রশাসনিক কাজ চালানো হচ্ছিল, যা নিয়ে রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে মতবিরোধ চলছিল।
নতুনভাবে দায়িত্বপ্রাপ্ত উপাচার্যদের তালিকা:

এই নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের প্রস্তাবের ভিত্তিতে রাজ্যপালের অনুমোদন প্রয়োজন হয়। সেই অনুমোদন না পাওয়ায় এতদিন নিয়োগ প্রক্রিয়া থমকে ছিল। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় এবং সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে শেষ পর্যন্ত সমস্যার সমাধান হয়। এই পদক্ষেপে রাজ্যের উচ্চশিক্ষা পরিকাঠামোতে স্থিতিশীলতা ফিরবে বলে মনে করছেন শিক্ষামহল।