দেশে সাইবার অপরাধে শীর্ষে BJP শাসিত মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশ, বাংলার পরিস্থিতি অনেক ভাল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৩০: গোটা দেশে সাইবার অপরাধের নিরিখে শীর্ষে বিজেপি শাসিত দুই রাজ্য, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশ। ডিজিটাল অ্যারেস্ট থেকে অনলাইন প্রতারণা, সব ধরনের সাইবার জালিয়াতির ঘটনায় শীর্ষে দুই ডবল ইঞ্জিন রাজ্য। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পরিসংখ্যানেই এই তথ্য সামনে এসেছে। মোদী রাজ্য গুজরাত ও আর এক ডবল ইঞ্জিন রাজ্য ওড়িশায় সাইবার অপরাধের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
সাইবার জালিয়াতির মধ্যে ডিজিটাল অ্যারেস্ট ও বিনিয়োগের টোপ দিয়ে প্রতারণার সংখ্যা সবচেয়ে বেশি। লক্ষ লক্ষ টাকা হারাচ্ছেন সাধারণ মানুষ। স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য বলছে, চলতি বছরের জুন পর্যন্ত মহারাষ্ট্রে ১ লক্ষ ৬০ হাজার সাইবার জালিয়াতির ঘটনা নথিভুক্ত হয়েছে। দ্বিতীয়স্থানে উত্তরপ্রদেশ। যোগীরাজ্যে নথিভুক্ত অভিযোগের সংখ্যা ১ লক্ষ ৪৮ হাজারেরও বেশি। সাইবার প্রতারকেরা মূলত এই দুই রাজ্যে বসে দেশজুড়ে প্রতারণার ফাঁদ চালিয়ে যাচ্ছে।
গুজরাত, কর্ণাটক ও ওড়িশায় সাইবার অপরাধের ঘটনা বৃদ্ধি পেয়েছে। মোদী রাজ্য গুজরাতে সাইবার অপরাধের সংখ্যা বৃদ্ধির হার ৮২৪ শতাংশ। ওড়িশা ও কর্ণাটকে সাইবার অপরাধ বৃদ্ধির হার যথাক্রমে ৭৮৩ ও ৭৬৩ শতাংশ। চলতি বছরের জুন পর্যন্ত গুজরাতে সাইবার জালিয়াতির অভিযোগ ৮৮ হাজার। কর্ণাটক ও ওড়িশায় অভিযোগের সংখ্যা যথাক্রমে ১ লক্ষ ২ হাজার ও ২৮ হাজার।
বাংলায় জুন অবধি সাইবার ক্রাইম সংক্রান্ত ৭৭ হাজার অভিযোগ জমা পড়েছে। বাংলায় সাইবার জালিয়াতির কিনারা হয়েছে সবচেয়ে বেশি। অন্য রাজ্যগুলির তুলনায় প্রতারিতদের অনেক বেশি টাকা
ফিরত দিতে পেরেছেন রাজ্যের তদন্তকারীরা। ডবল ইঞ্জিন রাজ্যগুলি যখন সাইবার অপরাধ রুখতে দিশাহারা হয়ে পড়ছে, তখন বাংলার পুলিশ সাইবার অপারাধকে অনেকাংশ নিয়ন্ত্রণে আনতে সফল হয়েছে।