পর্যটকদের জন্য খুলে গেল টাইগার হিল-সান্দাকফু, ছন্দে ফিরছে পাহাড়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৩০: প্রবল বর্ষণে বিধ্বস্ত পাহাড়। ধীরে ধীরে ছন্দে ফিরছে উত্তরবঙ্গ। রবিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে দার্জিলিংয়ের টাইগার হিল, সান্দাকফু, রক গার্ডেন ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিল GTA। তারপর সোমবার সবই খুলে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। ফের পর্যটকরা দার্জিলিংমুখী হচ্ছেন।
একাধিক জায়গা ধসে ক্ষতিগ্রস্ত হওয়ায় আগামী ৮ অক্টোবর অবধি জয়রাইড বাদ দিয়ে বাকি সব টয়ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে। জানা গিয়েছে, কয়েকশো পর্যটক সোমবার দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে পৌঁছেছেন। রবিবার ভূমিধসের জেরে যারা আটকে পড়েছিলেন তাদের অনেকেই ভ্রমণসূচি সংক্ষিপ্ত করে শিলিগুড়ি নেমে আসতে চাইছেন।
আটকে পড়া পর্যটকদের জন্য বিশেষ বাস চালাচ্ছে রাজ্য সরকার। সোমবার মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন প্রায় পাঁচশো জন পর্যটককে ফিরিয়ে আনা হয়েছে। হোটেলগুলিকে বাড়তি ভাড়া না নিতে অনুরোধ করা হয়েছে। অতিরিক্ত হোটেল ভাড়া রাজ্য মেটাবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও কতজন পর্যটক দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে আটকে পড়েছেন সেই তথ্য সরকারিভাবে মেলেনি।
রাজ্য ইকো ট্যুরিজম কমিটির চেয়ারম্যানের দাবি, আটকে পড়ার মতো পরিস্থিতি এখন আর নেই। সব রাস্তা খুলেছে। পর্যটকদের উদ্দেশ্যে বলা হচ্ছে, নির্ভয়ে দার্জিলিং ও কালিম্পং ভ্রমণ করা যেতে পারে। গুজব ছড়িয়েছে দার্জিলিংয়ের পর্যটন কেন্দ্রগুলো বন্ধ আছে। কেবল রবিবার নির্দিষ্ট কিছু জায়গায় বন্ধ ছিল।