মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধান,মৃত্যুকে ছুঁয়ে ফিরলেন বিজয় দেবরকোন্ডা!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২২: জনপ্রিয় তেলুগু অভিনেতা বিজয় দেবরকোন্ডা রবিবার বিকেলে এক সড়ক দুর্ঘটনায় পড়েন। ঘটনাটি ঘটেছে জোগুলাম্বা গাড়ওয়ালা জেলার উন্দাভল্লি এলাকার কাছে, যখন অভিনেতার লেক্সাস গাড়িটি একটি বলেরোর সঙ্গে ধাক্কা খায়। পুলিশ সূত্রে জানা গেছে, বলেরো গাড়িটি হঠাৎ ডানদিকে মোড় নেওয়ায় দেবরকোন্ডার গাড়ি তার পাশে গিয়ে ধাক্কা মারে।
দুর্ঘটনার সময় বিজয় নিজেই গাড়ির ভেতরে ছিলেন, সঙ্গে ছিলেন আরও দুইজন সহযোগী। সৌভাগ্যবশত, কেউই আহত হননি। গাড়ির সামান্য ক্ষতি হলেও কোনো প্রাণহানি ঘটেনি। ঘটনার পর অভিনেতা তৎক্ষণাৎ অন্য একটি গাড়িতে স্থানান্তরিত হন এবং তার টিম বীমা সংক্রান্ত কারণে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে।
ভক্তদের উদ্বেগ দূর করতে অভিনেতা নিজেই এক্স (টুইটার)-এ একটি বার্তা দেন। তিনি লেখেন,
“সব ঠিক আছে বন্ধুরা! গাড়িটা একটু ধাক্কা খেয়েছে, কিন্তু আমরা সবাই ভালো আছি। ওয়ার্কআউটও করে ফেলেছি, এখন বাড়ি ফিরে বিশ্রাম নিচ্ছি। মাথা একটু ব্যথা করছে, কিন্তু এক প্লেট বিরিয়ানি আর ঘুমই সেটার ওষুধ। তাই চিন্তা করো না, সবাইকে ভালোবাসা।”
ঘটনার আগের দিনই বিজয় দেবরকোন্ডা তার পরিবারসহ পুট্টাপর্তির শ্রী সত্য সাই বাবা আশ্রম পরিদর্শন করেছিলেন। এই সফর থেকে ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
অভিনেতাকে ঘিরে সাম্প্রতিক আলোচনার আরেকটি দিক হলো তার ব্যক্তিগত জীবন। কয়েকদিন আগেই গুজব ছড়ায় যে, তিনি অভিনেত্রী রশ্মিকা মন্দান্নার সঙ্গে ৩ অক্টোবর হায়দরাবাদের নিজের বাসভবনে একটি ঘনিষ্ঠ আয়োজনের মাধ্যমে বাগদান সম্পন্ন করেছেন। যদিও দু’জনের পক্ষ থেকেই এই খবরের আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। সূত্রের দাবি, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি ডেস্টিনেশন ওয়েডিং-এ তারা বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন।