BJP সাংসদ খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:২৬: শনিবার রাতভর বৃষ্টির জেরে দার্জিলিঙের বিভিন্ন এলাকায় ধস নামে। জলমগ্ন হয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয় ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চলে। সোমবার নাগরাকাটায় বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ। বর্তমানে বিজেপি সাংসদ খগেন মুর্মু শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার বিকেলে খগেন মুর্মুকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার দুধিয়ায় ত্রাণ শিবিরে দুর্গতদের সঙ্গে দেখা করেন মমতা। সেখান থেকে তাঁর মিরিক যাওয়ার কথা ছিল। তার আগেই তিনি খগেন মুর্মুকে দেখতে পৌঁছে যান। শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন খগেন মুর্মু। সোমবার নাগরাকাটায় দুর্গত এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বিক্ষোভকারীদের ছোড়া ইটে চোখের আহত হন খগেন। রক্তাক্ত হন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, চোখের নীচের হাড় ভেঙে গিয়েছে বিজেপি সাংসদেরা।
কয়েকদিন ধরে জল্পনা চলছে, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন খগেন মুর্মু। আজ, মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে দেখা করতে যাওয়ায় আরও উসকে উঠেছে খগেনের দলবদলের জল্পনা। ইতিমধ্যেই রাজনৈতিকমহল প্রশ্ন শুরু করেছেন, খগেনের তৃণমূল যাত্রা কি নিশ্চিত হয়ে গেল?
সাংসদের সঙ্গে কিছুক্ষণ কথাও বলেন মমতা। সাংসদের স্ত্রী এবং সন্তানের সঙ্গেও কথা বলেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর হাসপাতাল থেকে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী। বিজেপি সাংসদ খগেন মুর্মুকে মুখ্যমন্ত্রী বললেন, ‘যেকোনও রকম সাহায্য লাগলে জানাবেন।’ তাঁকে চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে বলেন মুখ্যমন্ত্রী। সাংসদের পরিবারের সদস্যদের জানান, যেকোনও প্রয়োজনে তিনি পাশে রয়েছেন। অন্যত্র চিকিৎসার প্রয়োজন হলেও যেন তাঁকে বলা হয়।
হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এমনি ঠিক আছেন। সিরিয়াস কিছু নয়। চিকিৎসকদের রিপোর্ট ইত্যাদি আমি দেখেছি। উনি এখন পর্যবেক্ষণে রয়েছেন। ওঁর ডায়াবেটিস আছে। ডায়াবেটিস কন্ট্রোল করতে হয়। আমি প্রার্থনা করেছি। ওঁকে বলেছি, দ্রুত আরোগ্য কামনা করেছি।’’