প্রাণ হাতে নিয়ে দড়িতে ঝুলে খাদ পেরিয়ে উত্তরবঙ্গে দুর্গতদের চিকিৎসা পৌঁছে দিলেন চিকিৎসক ইরফান

October 7, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:২৪: বিপর্যয়ের জেরে উধাও রাস্তা। অন্যদিকে, গ্রামে ঘরে ঘরে পেট খারাপ, জ্বর। জীবনের ঝুঁকি নিয়ে দড়িতে ঝুলে খাদ পেরিয়ে বন্যাদুর্গত উত্তরবঙ্গের এক গ্রামে পৌঁছে গেলেন চিকিৎসক ইরফান মোল্লা। উত্তরবঙ্গের এই ভিডিও এখন সমাজ মাধ্যমে ভাইরাল।
ভিডিওতে দেখা গিয়েছে গভীর খাদ পেরিয়ে ‘রিভার ক্রসিং’ পদ্ধতিতে চিকিৎসা দিতে যাচ্ছেন এক ডাক্তার।

রবিবার ভোররাত থেকে বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। ভেঙে গিয়েছে ব্রিজ, ফুঁসছে নদী। ঘরে ঘরে পেট খারাপ, আন্ত্রিক, জ্বর। খবর পান চিকিৎসক মহম্মদ ইরফান মোল্লা। মৃত‌্যুভয় তুচ্ছ করে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে নেমে পড়েন তিনি। চিকিৎসক-স্বাস্থ‌্যকর্মীদের সংগঠন প্রোগ্রেসিভ হেলথ অ‌্যাসোসিয়েশনের সদস‌্য ডা. মহম্মদ ইরফান মোল্লা, জলপাইগুড়ির নাগরকাটা ব্লকের ব্লক স্বাস্থ‌্য আধিকারিক পদে কর্মরত।

বামনডাঙা এলাকায় ধ্বসের জেরে মুছে গিয়েছে রাস্তা। মহম্মদ ইরফান সেখানে পৌঁছে বলেন, ওপারে যেতে হবে। তাঁর কথা শুনে অবাক হন এনডিআরএফ কর্মীরা। বলেন, ‘‘কী করে যাবেন, রাস্তা কোথায়?’’ মহম্মদ ইরফান উত্তরে জানান, ‘‘যেতে হবেই। যে করে হোক।’’ দুই প্রান্তে দড়ি বেঁধে ‘রিভার ক্রসিং’ পদ্ধতিতে উল্টো পারে পৌঁছন চিকিৎসক। সমাজ মাধ্যমে তাঁকে কুর্নিশ জানাচ্ছেন নেটিজেনরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen