বিরোধীদের কণ্ঠস্বরকে বলিষ্ঠ করতে উপরাষ্ট্রপতির কাছে দাবি জানালেন তৃণমূল সাংসদ

October 7, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০০: রাজ্যসভায় আজ বিভিন্ন রাজনৈতিক দলের দলনেতাদের সঙ্গে বৈঠক করলেন উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণন। চেয়ারম্যান হিসেবে এটি ছিল তাঁর প্রথম আনুষ্ঠানিক বৈঠক, যেখানে শাসক দলের পাশাপাশি বিরোধী দলগুলির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (All India Trinamool Congress) পক্ষ থেকে এই বৈঠকে অংশ নেন রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ। দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনের পরিবর্তে তিনি এই বৈঠকে তৃণমূলের প্রতিনিধিত্ব করেন।

বৈঠকে সাগরিকা ঘোষ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি রাজ্যসভায় প্রতি সপ্তাহে স্বল্পকালীন আলোচনার সুযোগ দেওয়ার দাবি জানান। তাঁর প্রস্তাব, প্রতি বিকল্প সপ্তাহে ‘কলিং অ্যাটেনশন’ নোটিসের সুযোগ থাকুক, যাতে বিরোধী সদস্যদের নোটিসগুলিও গুরুত্ব পায় এবং প্রতি পনেরো দিনে অন্তত দু’টি এমন আলোচনা অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, রাজ্যসভার সহ-সভাপতিদের প্যানেল গঠনের ক্ষেত্রে অভিজ্ঞ সংসদ সদস্যদের বেছে নেওয়া উচিত। এটি যেন কেবলমাত্র পালা করে পাওয়া কোনও পদ বা সুবিধা হিসেবে না দেখা হয়, বরং সংসদ পরিচালনায় অভিজ্ঞদের ভূমিকা থাকুক।

সাগরিকা ঘোষ উল্লেখ করেন, গত ৮ বছরে ২৬৭ ধারার অধীনে বিরোধী দলের কোনও নোটিসই গৃহীত হয়নি। তাঁর দাবি, বছরে অন্তত একটি নোটিস নির্বাচিত করে তা নিয়ে আলোচনা করা উচিত, যাতে সংসদে বিরোধী স্বরও যথাযথ গুরুত্ব পায়।

তিনি সংসদীয় প্রক্রিয়ায় বিল পর্যালোচনার অভাবের কথাও তুলেছেন। বর্তমানে প্রতি দশ’টি বিলের মধ্যে মাত্র দু’টি বিল কমিটিতে পাঠানো হয়, যা একেবারেই অন্যায্য বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, এই হার অবশ্যই বাড়াতে হবে, যাতে আইন প্রণয়নের আগে পর্যাপ্ত আলোচনা ও বিশ্লেষণ হয়।

সবশেষে, সাগরিকা ঘোষ সংসদে বিরোধীদের প্রতিবাদ সেন্সর না করার আহ্বান জানান। তিনি বলেন, সংসদ টিভি যেন পক্ষপাতহীনভাবে সংবাদ প্রচার করে এবং বিরোধীদের প্রতিবাদ বা বক্তব্যকে ব্ল্যাকআউট না করে। একটি সুস্থ গণতন্ত্রে সরকারের পাশাপাশি বিরোধী স্বরও সমানভাবে প্রতিফলিত হওয়া উচিত বলে তিনি জোর দেন।

এই বৈঠককে সংসদীয় কাজের নতুন সূচনা হিসেবে দেখা হচ্ছে, যেখানে বিরোধীদের মতামত ও পরামর্শ রাজ্যসভার কার্যক্রমকে আরও গণতান্ত্রিক ও ভারসাম্যপূর্ণ করতে সাহায্য করবে বলে রাজনৈতিক মহলের মত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen