জাতীয় দলে শামির জায়গা বন্ধ? উঠছে বড় প্রশ্ন

October 8, 2025 | 2 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০.০০: মহম্মদ শামির জাতীয় দলে ফেরার সম্ভাবনা আপাতত খুবই ক্ষীণ বলেই ইঙ্গিত দিচ্ছে বোর্ডের অন্দরের খবর। আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত ওয়ানডে দলে তাঁর নাম না থাকায় এই জল্পনা আরও জোরদার হয়েছে।প্রথম শারীরির একটি ইংরেজি দৈনিক -এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে শামির পারফরম্যান্স খুব একটা উজ্জ্বল নয়। উপরন্তু গত মাসে ৩৫ বছরে পা রাখায় বোর্ডের নির্বাচকদের কাছে তাঁর জাতীয় দলে প্রত্যাবর্তনের সম্ভাবনা কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে।

শামি সর্বশেষ ভারতের হয়ে খেলেছিলেন চলতি বছরের মার্চ মাসে ICC Champions Trophy-তে। এরপর চোট-আঘাতের কারণে তিনি শুধু ঘরোয়া প্রতিযোগিতাতেই দেখা গেছেন। কিন্তু সেখানকার পারফরম্যান্সও নির্বাচকদের মুগ্ধ করতে পারেনি। বোর্ডের এক কর্তা বলেছেন, “এই মুহূর্তে শামির পক্ষে জাতীয় দলে ফেরা ক্রমশ কঠিন হয়ে উঠছে। Duleep Trophy-র ম্যাচে এক-দু’টো ভালো স্পেল ছাড়া তাঁর বোলিং ছিল বেশ সাধারণ মানের। বয়সও আর আগের মতো কম নয়, গতি নিয়েও আগের ধার আর চোখে পড়ছে না।”

তবে শামি এখনও লড়াই চালিয়ে যেতে চাইছেন। তিনি ঘরোয়া মঞ্চে নিজের উপস্থিতি বজায় রেখে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। ইতিমধ্যেই Cricket Association of Bengal-কে তিনি জানিয়েছেন, তিনি এ মরশুমে Ranji Trophy-তে খেলতে চান। আগামী ১৫ অক্টোবর Bengal cricket team-এর প্রথম ম্যাচে প্রতিপক্ষ হবে Uttarakhand cricket team।

লক্ষহী রর্তন শুক্লা বাংলার প্রধান কোচ, জানিয়েছেন, “ছয়-সাত দিন আগে শামির সঙ্গে কথা হয়েছিল। ও নিজের ইচ্ছেতেই বলেছে যে খেলতে চায়। আমাদের দিক থেকে আমরা ওর উপস্থিতি নিয়ে আশাবাদী।” যদিও এখনও দল ঘোষণার বিষয়ে চূড়ান্ত কিছু স্থির হয়নি। এক সিনিয়র সিএবি আধিকারিক জানিয়েছেন, কোচের সঙ্গে বসে আগামী কয়েক দিনের মধ্যে সব ঠিক হবে।

সবমিলিয়ে, শামির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিজের ছন্দ ও গতি ফিরে পাওয়া। ঘরোয়া মঞ্চে যদি তিনি আবার ধারালো বোলিং উপহার দিতে পারেন, তাহলে জাতীয় দলের দরজা একেবারে বন্ধ হবে না। কিন্তু আপাতত বোর্ডের ভরসার তালিকায় তিনি যে অনেকটাই পিছিয়ে পড়েছেন, সেটাই স্পষ্ট।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen