SIR: বন্যায় ভেসে গিয়েছে নথি, পাশে থাকার আশ্বাস মমতার

October 8, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০.২০: উত্তরবঙ্গের দুর্গত মানুষদের সামনে এখন একের পর এক বিপদ। প্রবল বৃষ্টি ও ধসের ধাক্কায় ঘরবাড়ি হারিয়ে ফেলার পর এবার তাঁদের নতুন চিন্তা, নষ্ট হয়ে যাওয়া পরিচয়পত্র ও প্রয়োজনীয় নথিপত্র। ভোটার তালিকার বিশেষ সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) শীঘ্রই শুরু হতে চলেছে, তাই নাগরিকত্বের প্রমাণপত্র হারানোর আশঙ্কায় অনেকেই দিশেহারা।

মিরিকে, যেখানে ভূমিধস ও বন্যায় ১৩ জনের প্রাণ গিয়েছে, সেখানকার বহু বাসিন্দা মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে প্রায় আধঘণ্টা বৈঠক করে তাঁদের সমস্যার কথা জানান। তাঁরা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেন যাতে দ্রুত নষ্ট হয়ে যাওয়া নথিপত্র, যেমন আধার কার্ড, প্যান কার্ড ও রেশন কার্ড, পুনরায় জারি করা হয়।

বাসিন্দাদের আর্তি শুনে মুখ্যমন্ত্রী দার্জিলিং জেলার জেলাশাসক প্রীতি গোয়েলকে নির্দেশ দেন, বিশেষ শিবিরের মাধ্যমে দুর্গতদের হাতে নতুন নথি তুলে দিতে হবে। পাশাপাশি স্কুলপড়ুয়া শিশুদের বই, খাতা ও ইউনিফর্ম দেওয়ার ব্যবস্থাও করতে হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অনেকের সব নথি নষ্ট হয়ে গিয়েছে। তাঁদের জন্য আলাদা ব্যবস্থার প্রয়োজন। বাচ্চাদের বই, খাতা, ইউনিফর্ম দিতে হবে। ক্ষতিগ্রস্ত রাস্তাগুলি দ্রুত মেরামত করতে হবে। প্রতিটি মৃত ব্যক্তির পরিবার থেকে একজনকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে। জেলা প্রশাসন প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ব্যবস্থা নেবে।”

তিনি আরও জানান, মিরিক, নাগরাকাটা সহ একাধিক ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ শিবির চালু রয়েছে যাতে কেউ অনাহারে না থাকেন। প্রাকৃতিক দুর্যোগের পর মানবিক সহায়তায় মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপে দুর্গতদের মনে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে জীবনের স্বাভাবিক ছন্দে ফেরার লড়াই যে দীর্ঘ ও কঠিন হতে চলেছে, তা সকলেই বুঝে গিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen