গম্ভীর নয়! “দ্রাবিড়ের দর্শনেই চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পথ তৈরি হয়েছিল”-রোহিত শর্মা

October 8, 2025 | 2 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০.২৫: ভারতীয় ক্রিকেটে একটি সোনালী অধ্যায় যোগ হয়েছে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি জয়ের মাধ্যমে। আর এই ঐতিহাসিক সাফল্যের পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ভারতের প্রাক্তন হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) এমনটাই জানালেন দলের অধিনায়ক রোহিত শর্মা। মঙ্গলবার সিইএটি ক্রিকেট রেটিং পুরস্কার অনুষ্ঠানে রোহিত খোলাখুলি স্বীকার করেন, দলে জয়ের মানসিকতা গড়ে তোলার প্রক্রিয়াটি শুরু হয়েছিল দ্রাবিড়ের হাত ধরেই।

২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনালের পরাজয়ের পর ভারতীয় দল নতুন করে নিজেদের গড়ে তোলে। সেই মানসিকতাই ২০২৪ সালে টি২০ বিশ্বকাপে সাফল্যের ভিত গড়ে দেয় এবং সেটিই ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি জয়ে প্রতিফলিত হয়। দ্রাবিড়ের কোচিংয়ের মেয়াদ শেষের পর দলের দায়িত্ব পান গৌতম গম্ভীর। আর তাঁর নেতৃত্বেই ওডিআই ফরম্যাটে জয় ধরা দেয়, যা ভারতীয় ক্রিকেটের জন্য এক নতুন মাইলফলক।

রোহিত বলেন, “আমরা একটা চিন্তাধারায় বিশ্বাস করতে শুরু করেছিলাম কীভাবে নিজেদের আরও চ্যালেঞ্জ করা যায়, ম্যাচে জেতার মানসিকতা তৈরি করা যায়, আর কিছুই যেন অবহেলা না করা হয়। এই ভাবনা থেকেই সাফল্যের রাস্তা খুলে যায়। প্রথম ম্যাচে জয়ের পরই আমরা সেটা ভুলে গিয়ে পরের ম্যাচে ফোকাস করতাম। এই ধারাবাহিকতাই আমাদের এগিয়ে নিয়ে গেছে।”

তিনি আরও বলেন, “এই পদ্ধতিই ২০২৪ সালের টি২০ বিশ্বকাপে আমাদের সাফল্য এনে দেয়। আর সেখান থেকেই তা চলে আসে চ্যাম্পিয়নস ট্রফিতেও। এটা শুধু এক বা দু’জন খেলোয়াড়ের সাফল্য নয়, পুরো দলের ঐক্য আর একসঙ্গে লড়াই করার ফল।”

টি২০ থেকে অবসর নেওয়ার পর রোহিত ২০২৫ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকেও বিদায় নেন। বর্তমানে তিনি শুধু ওডিআইতে খেলছেন, সেটিও সাধারণ খেলোয়াড় হিসেবে কারণ অধিনায়কত্বের দায়িত্ব এখন শুভমন গিলের কাঁধে।

দীর্ঘ দিনের লড়াই শেষে এই জয় রোহিতের কাছে আবেগের। তিনি বলেন, “এই দলটার প্রতি আমার ভালোবাসা অন্যরকম। অনেক বছর ধরেই আমরা সেই এক স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য চেষ্টা করে গিয়েছি। অনেকবার খুব কাছে এসেও হেরে গেছি। তাই সবাই মিলে ঠিক করেছিলাম, এবার কিছু আলাদা করতেই হবে। আর এই ঐক্যই আমাদের ট্রফি এনে দিয়েছে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen