ত্রিপুরার লড়াই গণতন্ত্র রক্ষা করার: সামাজিক মাধ্যমে বার্তা তৃণমূল কংগ্রেসের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১.১০: ত্রিপুরায় বিজেপির বিরুদ্ধে ফের তীব্র আক্রমণ শানাল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress)। এক্স-এ পোস্ট করে তৃণমূল বলেছে, ত্রিপুরায় এখন গণতন্ত্র নেই, রাজ্যটি পরিণত হয়েছে এক “সন্ত্রাসের নাট্যমঞ্চে”, যেখানে রাজনৈতিক হিংসা হয়ে উঠেছে শাসনের হাতিয়ার। মঙ্গলবার আগরতলায় তৃণমূল কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের বক্তব্যে ক্ষোভ এবং উদ্বেগ উভয়ই স্পষ্ট।
তৃণমূলের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে জানানো হয়েছে, বিজেপির কর্মীরা আগরতলায় তৃণমূলের রাজ্য দপ্তরে হামলা চালিয়ে তাণ্ডব চালিয়েছে, আর সেখানকার পুলিশ নীরব দর্শকের ভূমিকায় ছিল। পোস্টে লেখা হয়েছে, “ত্রিপুরায় এখন জঙ্গলরাজ স্বাভাবিক হয়ে উঠেছে। এই হামলা নিছক বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে বিরোধীদের ভয় দেখানোর প্রচেষ্টা। বিজেপি বিরোধী কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায়, গণতন্ত্রের পরিসরকে মুছে দিতে চায়।”
এই প্রেক্ষিতে বর্তমানে আগরতলায় যাচ্ছেন তৃণমূলের উচ্চস্তরের এক প্রতিনিধি দল। দলে রয়েছেন প্রতিমা মণ্ডল, সায়নী ঘোষ, সুস্মিতা দেব, বীরবাহা হাঁসদা, কুণাল ঘোষ এবং সুদীপ রাহা। তাঁরা ত্রিপুরার নেতৃত্বের সঙ্গে বৈঠক করে পরিস্থিতির পর্যালোচনা করবেন এবং আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াবেন।
Under @BJP4India’s rule, Tripura has been transformed into a THEATRE OF TERROR, a place where JUNGLE RAAJ is the new normal and GRATUITOUS POLITICAL VIOLENCE has become a tool of governance rather than an aberration.
Yesterday’s incident in Agartala was a reminder of how far… pic.twitter.com/yv726cB1X4
— All India Trinamool Congress (@AITCofficial) October 8, 2025
তৃণমূল কংগ্রেসের বার্তায় আরও বলা হয়েছে, জন্মলগ্ন থেকেই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং যেখানে গণতন্ত্র বিপন্ন, সেখানেই এই লড়াই চলবে। দলের দাবি, ত্রিপুরায় গণতন্ত্রের অবক্ষয়ের বিরুদ্ধে এই লড়াই এখন মানুষের অধিকারের লড়াইয়ে পরিণত হয়েছে।