শিল্ডর প্রথম ম্যাচে শ্রীনিধিকে ৪-০ গোলে হারিয়ে দাপুটে জয় ইস্টবেঙ্গলের

৩৮ মিনিটে ব্যবধান বাড়ান সল ক্রেসপো। নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়িয়ে ২-০ করে দেন তিনি। প্রথমার্ধেই কার্যত ম্যাচের মোড় ঘুরে যায়। বিরতিতে দুই গোলে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে আরও গতি বাড়ায় লাল-হলুদ। ৪৮ মিনিটে হামিদ আহাদাদের গোলে ৩-০ এগিয়ে যায় দল। এরপর মাত্র চার মিনিট পর, ৫২ মিনিটে জিকসন সিংয়ের গোলে ব্যবধান দাঁড়ায় ৪-০।
শেষ দিকে আরও কিছু সুযোগ তৈরি করলেও আর গোল পায়নি ইস্টবেঙ্গল। তবু এই বড় জয় তাদের আত্মবিশ্বাস বাড়াবে নিঃসন্দেহে। প্রথম ম্যাচেই এমন জয় আসন্ন ম্যাচগুলোর জন্য দলের মনোবল বাড়িয়ার দিলো। আগামী ১৪ অক্টোবর কিশোর ভারতী স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের পরের প্রতিপক্ষ নামধারী এফসি।
শিল্ডের শুরুটা যে ঝলমলে করল লাল-হলুদ, তা নিয়ে কোনও সংশয় নেই। আক্রমণাত্মক ফুটবল, সুশৃঙ্খল রক্ষণ আর ধারালো ফিনিশিং—সব দিক থেকেই এগিয়ে থাকল ব্রুজোর ছেলেরা। সমর্থকরাও তাই নতুন করে স্বপ্ন দেখতেই পারেন—এই শিল্ডে হয়তো অনেক দূর যাবে তাদের প্রিয় দল।