খুনের হুমকি, গ্রাম ছাড়তে চাইছে হাথরাসে নির্যাতিতার পরিবার
গ্রামে থাকতেই ভয় পাচ্ছে হাথরস কাণ্ডের নির্যাতিতার পরিবার। গ্রামে গুজব রটচ্ছে, পরিবারের ঘাড়েই দোষ চাপানোর চেষ্টা চলছে। রীতিমতো আতঙ্কিত তরুণীর ভাই ও বাবা। গ্রাম ছেড়ে চলে যেতে চাইছেন তাঁরা। সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে–কে দেওয়া সাক্ষাৎকারে তাঁরা জানাচ্ছেন, বিগত কয়েক সপ্তাহ ধরে আতঙ্কে দিন কাটছে তাঁদের। ঘটনার পর গ্রামের কেউই তাঁদের পাশে দাঁড়ায়নি। নির্যাতিতার বাবা বলছেন, ‘এখানে আর থাকতে চাই না। আমরা খুবই আতঙ্কিত। ভাবছি, আত্মীয়ের বাড়ি বা অন্য কোথাও চলে যাব। ঘাম ঝড়িয়ে উপার্জন করে বেঁচেছি। অন্য জায়গায় গিয়েও তাই করব।’
নির্যাতিতার বড় ভাই বলছেন, ‘এখানে পরিস্থিতি খুব খারাপ। গ্রাম ছাড়তে হবে আমাদের। গুজব রটানো হচ্ছে। খুনের হুমকিও দেওয়া হচ্ছে ছোট ভাইকে।’ নির্যাতিতার ছোট ভাই বলছেন, ‘কেউ একবার এসে জিগ্যেসও করল না, কেমন আছি আমরা? বা কীভাবে ঘটল এসব!’