উত্তরের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে রাজ্য, চালু বিশেষ শিবির

October 9, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০০: ধীরে ধীরে ছন্দে ফিরছে উত্তরবঙ্গ। প্রশাসন, রাজ্য সরকার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। ব্যাপক ক্ষতি হয়েছে কৃষির। উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বাংলা শস্য বিমা প্রকল্পে নাম নথিভুক্ত করতে বিশেষ শিবির চালু করল রাজ্য সরকার। কৃষি দপ্তরের আধিকারিকরা কৃষকদের সঙ্গে কথা বলে দ্রুত বিমায় তাদের নাম নথিভুক্ত করার ব্যবস্থা করছে। পাশাপাশি আম জনতার জন্য কৃষি বিপণন দপ্তর অতিরিক্ত ২৯টি চলমান সুফল বাংলা স্টল চালু করেছে। সুফল বাংলার বিভিন্ন কেন্দ্র থেকে ১৫০ কুইন্টাল আলু সহ বিভিন্ন খাদ্যসামগ্রী পাঠানো হয়েছে দুর্গত এলাকার ত্রাণশিবিরগুলিতে।

আশঙ্কা করা হচ্ছে, দুর্যোগের জেরে উত্তরবঙ্গের চার জেলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ এখনও চূড়ান্ত করা যাচ্ছে না। প্রাথমিকভাবে অনুমান, শাকসবজি ও ফসল ব্যাপকভাবে নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ধান ও ভুট্টাচাষেরও ক্ষতি হয়েছে। আপাতত খবর মিলছে, প্রায় ১৮,৪৫২ হেক্টরের বেশি কৃষিজমি জলের তলায় চলে গিয়েছে।

সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জলপাইগুড়ি জেলা। সেখানে প্রায় ১৩,৯৫৩ হেক্টর জমি প্লাবিত। আলিপুরদুয়ারে ৩,৪৯৫ হেক্টর, দার্জিলিংয়ে ৫৮২ হেক্টর ও কোচবিহারে ৪২২ হেক্টর কৃষিজমি জলমগ্ন হয়েছে বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বুধবার উত্তরবঙ্গে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন পঞ্চায়েতমন্ত্রী তথা কৃষি বিশেষজ্ঞ প্রদীপ মজুমদার। ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে পরিস্থিতি দেখেছেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen