Nobel Prize 2025: শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প? ইঙ্গিতপূর্ণ পোস্ট হোয়াইট হাউসের

October 9, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৩৭: একে একে ঘোষিত হচ্ছে নোবেল প্রাপকদের নাম। আগামীকাল, শুক্রবার নোবেল শান্তি পুরস্কার প্রাপকের (Nobel Peace Prize) নাম ঘোষণা করা হবে। তার আগে আজ, বৃহস্পতিবার ট্রাম্পের ছবি দিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করল হোয়াইট হাউস। ট্রাম্পের ছবি পোস্ট করে লেখা হল, ‘দ্য পিস প্রেসিডেন্ট’, নোবেল শান্তি পুরস্কার ঘোষণার প্রাক্কালে এমন পোস্টকে ইঙ্গিতবাহী হিসাবে মনে করা হচ্ছে। বুধবার, ট্রাম্প নিজেও তাঁর পুরস্কার প্রাপ্তির সম্ভাবনা নিয়ে মুখ খুলেছেন। বার বার বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এমনকি রাখঢাক না-রেখে নিজেকে নোবেল শান্তি পুরস্কারের দাবিদার বলেছেন ট্রাম্প।

বুধবার ট্রাম্প দাবি করেন, বিশ্বে সাতটি যুদ্ধ থামিয়েছেন তিনি। আরও এক যুদ্ধ থামানোর কাছাকাছি পৌঁছে গিয়েছেন বলেও দাবি করেছেন ট্রাম্প। একই সঙ্গে ট্রাম্প আশাবাদী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধও তিনি থামাবেন। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, কীভাবে সাত যুদ্ধ থামিয়েছেন, তা ব্যাখ্যা করবেন আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিয়ো। ট্রাম্প আরও বলেন, “আমার মনে হয় না ইতিহাসে কেউ এত যুদ্ধ থামিয়েছে।”

নোবেল প্রাপ্তির সম্ভাবনা নিয়ে ট্রাম্প বলেন, “ওরা (নোবেল কমিটি) হয়ত আমাকে এটা (নোবেল) না-দেওয়ার একটা কারণ খুঁজে নেবে।” মাস চারেক আগে তিনি দাবি করেছিলেন, তাঁর চার-পাঁচবার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত। ট্রাম্পের অভিযোগ ছিল, “ওরা (নোবেল কমিটি) আমায় নোবেল শান্তি পুরস্কার দেবে না। কারণ, এটা কেবল উদারপন্থী (লিবারাল)-দের দেওয়া হয়।”

ভারত-পাক যুদ্ধ থামাতে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করে তাঁর নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করেছিল পাকিস্তান। ভারত অবশ্য বরা বরই বলেছে, পাকিস্তানের সঙ্গে সংঘাত থামাতে তৃতীয় কোনও পক্ষের কোনও ভূমিকা নেই। কিন্তু ট্রাম্প প্রায় ত্রিশবার নানা মহলে দাবি করেছে তিনিই ভারত-পাক যুদ্ধ থামিয়েছেন। এখন দেখার ট্রাম্প নোবেল পান কি-না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen