দেব থেকে প্রসেনজিৎ, বিপর্যস্ত উত্তরবঙ্গের পাশে একজোট টলিপাড়া

October 9, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৩০: দুর্গাপুজোর কার্নিভালে উপস্থিত থেকে নানান কটাক্ষের মুখে পড়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিন্তু সেই বিতর্কে না জড়িয়ে এবার সম্পূর্ণ অন্য ভূমিকায় দেখা গেল টলিউডের এই বর্ষীয়ান অভিনেতাকে। সহ-অভিনেতা দেব এবং টলিপাড়ার একঝাঁক তারকার সঙ্গে একজোট হয়ে তিনি এগিয়ে এলেন উত্তরবঙ্গের বন্যাবিধ্বস্ত মানুষের পাশে।

প্রসেনজিৎ নিজের সমাজমাধ্যমে লিখেছেন, “আমরা উত্তরবঙ্গের তীব্র কান্না অনুভব করতে পারি। এই সময়ে হাতে হাত ধরে আপনাদের যুদ্ধের অংশীদার হওয়ার তাগিদ অনুভব করেছি। কারণ উত্তরবঙ্গের মানুষদের ছাড়া আমাদের সিনেমা, আমাদের অস্তিত্ব অসম্পূর্ণ।” তিনি আরও যোগ করেন, “আমরা হয়তো দূরে আছি, কিন্তু মন থেকে সব সময় আপনাদের সঙ্গে আছি। আপনাদের সাহসই আমাদের শক্তি।”

জানা গিয়েছে, টলিপাড়ার তারকা ও কলাকুশলীরা মিলে ইতিমধ্যেই প্রায় ২০ লক্ষ টাকা ত্রাণ তহবিলে জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই অর্থ তুলে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। মঙ্গলবার ‘দেবী চৌধুরানী’র বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন দেব ও প্রসেনজিৎ দু’জনেই। সেই অনুষ্ঠানেই তাঁরা একসঙ্গে ঘোষণা করেন এই উদ্যোগের কথা।

দেবও তাঁর সমাজমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, “উত্তরবঙ্গের এই কঠিন সময়ে আমি পাশে আছি। প্রার্থনা করি, সবাই সুস্থ থাকুন ও এই কঠিন সময় খুব তাড়াতাড়ি কেটে যাক।” ভিডিওয় দেখা গিয়েছে, দেবের সহকর্মী ও ভক্তরা ত্রাণ সংগ্রহে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

বাংলা চলচ্চিত্র জগতের তারকাদের এই মানবিক উদ্যোগে উৎসাহিত অনুরাগীরা। একাংশের মত, পর্দার নায়করা এবার বাস্তবের নায়ক হয়ে উঠলেন- উত্তরবঙ্গের কান্না মুছে দিতে টলিপাড়ার এই ঐক্যবদ্ধ পদক্ষেপ এক নতুন দৃষ্টান্ত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen