উত্তরপ্রদেশে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, বরাত জোরে অক্ষত যাত্রীরা

October 9, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:১৫: উত্তরপ্রদেশের ফারুখাবাদের নিসাই বিমানবন্দরে বৃহস্পতিবার সকালে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। টেক-অফের ঠিক মুহূর্তে রানওয়ে থেকে ছিটকে পড়ল একটি বেসরকারি জেট বিমান, যা ভোপালের উদ্দেশে যাত্রা করছিল। বিমানে ছিলেন চারজন যাত্রী ও দুই পাইলট – সৌভাগ্যবশত, সকলেই অক্ষত রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, বিমানটি রানওয়ে ছাড়িয়ে এয়ারপোর্টের (Airport) দেওয়ালে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দমকল, পুলিশ ও নিরাপত্তা বাহিনী। দ্রুত উদ্ধার করা হয় যাত্রীদের, যাঁরা বর্তমানে সুস্থ রয়েছেন।

দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে প্রযুক্তিগত ত্রুটি বা আবহাওয়ার প্রভাবকে সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen