২ নভেম্বর থেকেই রাজ্যে শুরু হতে পারে SIR?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:২৫: চলছে চূড়ান্ত পর্বের প্রস্তুতি। বাংলায় SIR শুরু হওয়া সময়ের অপেক্ষামাত্র। আগামী ২ নভেম্বর থেকে বাংলায় SIR (Special Intensive Revision) শুরু হতে পারে, এমনই বার্তা দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। আজ, বৃহস্পতিবার কোলাঘাটে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলার BLO ও ERO-AERO-দের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিল কমিশন। সেখানেই এমন ইঙ্গিত দিয়েছেন কমিশনের কর্তারা।
কমিশনের তরফে বলা হয়েছে, ভোটার তালিকা সংশোধনের আগে প্রতিটি জেলায় প্রস্তুতি খতিয়ে দেখতে হবে। মাঠে নেমে বাস্তব প্রস্তুতি খতিয়ে দেখতে হবে। ভোটার তালিকা নির্ভুল করতেই SIR। সমস্ত অফিসারদের নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। অনিয়ম মিললে দায় এড়ানো যাবে না। সূত্রের খবর, প্রতিটি জেলায় BLO দের সঙ্গে পৃথক পৃথক বৈঠকের পরিকল্পনা রয়েছে কমিশনের। জেলাভিত্তিক রিপোর্ট চাওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে দিল্লি থেকে কলকাতায় পৌঁছেছেন কমিশনের উচ্চপর্যায়ের দল। উপ-নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, তথ্যপ্রযুক্তি শাখার ডিরেক্টর জেনারেল সীমা খান্না, কমিশনের সচিব এসবি যোশী এবং উপ-সচিব অভিনব আগরওয়ালরা রয়েছেন দলে। বুধবার রাজ্যের জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন। আজ কোলাঘাটের বৈঠকেও জেলার প্রস্তুতির খোঁজ খবর নেন কমিশনের কর্তারা।