মুখ্যমন্ত্রীর প্রতিবাদের জের, কমল বাগডোগরা-কলকাতা বিমানের ভাড়া

October 9, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৩০: উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয় পরিস্থিতিতে বাগডোগরা থেকে কলকাতাগামী বিমানের ভাড়া অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কড়া প্রতিক্রিয়ার পরই একাধিক বিমান সংস্থা ভাড়া কমানোর সিদ্ধান্ত নেয়।

বুধবার মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফর শেষে কলকাতায় ফিরে বিমানবন্দরে দাঁড়িয়ে বলেন, “বিহারে ছট পুজোর জন্য ফ্লাইটে ছাড় দেওয়া হয়েছে, এটা ভালো। কিন্তু উত্তরবঙ্গের দুর্যোগের পরে বাগডোগরা থেকে কলকাতায় আসার জন্য ১৮ হাজার টাকা ভাড়া নেওয়া হচ্ছে কেন? কেউ কেউ দিল্লি ঘুরে আসছেন, তাঁদের খরচ ৪২ থেকে ৪৫ হাজার! এটা কি বৈষম্য নয়?”

তাঁর এই মন্তব্যের পরই বৃহস্পতিবার থেকে বেশ কয়েকটি এয়ারলাইন্স বাগডোগরা-কলকাতা রুটে ভাড়া কমিয়ে দেয়। এখন সেই রুটে ভাড়া ৫ হাজার টাকারও নিচে।

আরও পড়ুন: ছটে ছাড় অথচ দুর্যোগে কলকাতা-বাগডোগরা রুটে দ্বিগুণ বিমান ভাড়া! কেন্দ্রের বৈষম্যের প্রতিবাদে সরব মুখ্যমন্ত্রী

প্রশ্ন উঠেছে, দুর্যোগের সুযোগ নিয়ে এত উচ্চ ভাড়া আদায় কীভাবে সম্ভব হলো? মুখ্যমন্ত্রীর সরব হওয়ার পরই পরিস্থিতির পরিবর্তন ঘটেছে বলে মনে করছেন অনেকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen