‘পরিণীতা’-কে ছাপিয়ে গেল আর্য-অপর্ণা জুটি! দেখে নিন এই সপ্তাহের TRP তালিকা

October 9, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৩০: পুজোর পরের সপ্তাহেই যেন সব উল্টেপাল্টে গেল টেলিভিশনের পরিসরে। টিআরপি (TRP) তালিকায় বড় রদবদল ঘটেছে। এতদিন প্রথম স্থানে রাজত্ব করা ‘পরশুরাম আজকের নায়ক’ এ বার প্রথম পাঁচেও জায়গা ধরে রাখতে পারল না। দর্শকের পছন্দে শীর্ষে উঠে এসেছে এক নতুন জুটি, অপর্ণা ও আর্য। তাঁদের রোম্যান্সে মাত ‘চিরদিনই তুমি যে আমার’। চলতি সপ্তাহে ৬.১ নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে এই ধারাবাহিক।

জীতু কমলের সঙ্গে দিতিপ্রিয়ার নতুন সমীকরণ দর্শকের কাছে এক বাড়তি আকর্ষণ। আট মাসের মাথায় জনপ্রিয়তার শীর্ষে – ‘চিরদিনই তুমি যে আমার’।

দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’। রায়ান ও পারুলের কাহিনি এই সপ্তাহে পেয়েছে ৫.৯ নম্বর। তৃতীয় স্থানে স্থির ‘জগদ্ধাত্রী’। শেষের পথে এলেও ৫.৫ নম্বর নিয়ে এখনও নিজেদের অবস্থান ধরে রেখেছে ধারাবাহিকটি। চতুর্থ স্থানে রয়েছে ‘ফুলকি’ (৫.৪)।

প্রথম পাঁচে স্টার জলসার একচেটিয়া আধিপত্য এবার কিছুটা টললেও পঞ্চম স্থানে নিজের জায়গা ধরে রেখেছে ‘রাঙামতী তিরন্দাজ’। ফলে স্পষ্ট, পুজো-পরবর্তী সপ্তাহে দর্শকের রুচিতে এসেছে বড় পরিবর্তন। পুরনো ধারাবাহিকের মাধুর্য ধরে রেখেও নতুন গল্পের ঝলকে জমে উঠছে বাংলা টেলিভিশনের পর্দা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen