INDW vs SAW: বাংলার রিচার ৭৭ বলে ৯৪ রানের ইনিংস ইতিহাস গড়ল, তবু জয় পেল না ভারত

ভারত: ২৫১ (রিচা ৯৪, প্রতীকা ৩৭) দক্ষিণ আফ্রিকা: ২৫২-৭ (ডি ক্লের্ক ৮৪, লরা ৪২) দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে জয়ী
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২৩:৩৫: বিশ্বকাপে বাংলার মেয়ের ব্যাট জ্বলে উঠল কিন্তু তাতে শেষ রক্ষা হল না ভারতের। একেবারে অলৌকিক এক ইনিংস খেলেও দলকে জেতাতে পারলেন না রিচা ঘোষ । বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টানটান রোমাঞ্চে ভরা ম্যাচে ৩ উইকেটে হেরে গেল Iভারত। এই হারের ফলে সেমিফাইনালে যাওয়ার পথ আরও কঠিন হয়ে পড়ল টিম ইন্ডিয়ার জন্য।
প্রথমে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ছিল একেবারেই দুঃস্বপ্নের মতো। মাত্র ১০২ রানে ছয় উইকেট হারিয়ে ধুঁকছিল দল। একে একে ফিরেছিলেন স্মৃতি মান্দানা, হারমানপ্রীত কাউর —সব বড় ব্যাটাররাই। ঠিক সেই সময় আট নম্বরে নেমে ঝড় তুললেন রিচা। ৭৭ বলে অবিশ্বাস্য ৯৪ রানের ইনিংস, যাতে ছিল ১১টি চার ও ৪টি বিশাল ছক্কা।
৪০ ওভার পর্যন্ত ভারতের রান ছিল মাত্র ১৫৩/৭। তখনও কেউ ভাবেনি ২৫০ ছোঁয়া সম্ভব হবে। কিন্তু রিচা একাই ম্যাচের চিত্রটাই পাল্টে দিলেন। Sneh Rana-এর সঙ্গে নবম উইকেটে ৮৮ রানের জুটি গড়ে তোলেন তিনি। রানার ২৪ বলে ৩৩ রানের ইনিংসও ভারতের সংগ্রহকে বাড়াতে বড় ভূমিকা রাখে। শেষ পর্যন্ত ভারত দাঁড় করায় লড়াকু ২৫১ রানের লক্ষ্য।
রিচার সেই লড়াই সত্ত্বেও কাজের কাজটা করতে ব্যর্থ হলেন ভারতীয় বোলাররা। শুরুতে প্রোটিয়াদের উপর চাপে ফেললেও ধীরে ধীরে ম্যাচ ঘুরিয়ে দেয় তাদের মধ্য ও নিম্ন সারির ব্যাটিং। এক সময় ৮৫ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার। কিন্তু এরপরই ম্যাচে ফেরে তারা। ডি ক্লের্ক ও ট্রায়ানের জুটিতে খেলা বেরিয়ে যেতে শুরু করে ভারতের হাত থেকে।
শেষ ৫ ওভারে রোমাঞ্চ তুঙ্গে ওঠে। ৪১ রান বাকি থাকতে ট্রায়ানকে আউট করে খানিক আশা জাগান স্নেহ রানা। কিন্তু অন্য প্রান্তে ডি ক্লের্ক থামেননি। মাত্র ৫৪ বলে ৮৪ রানের ইনিংস খেলে এক ওভার বাকি থাকতেই দলকে জয় এনে দেন Nadine de Klerk।
এই হারে ভারতের সেমিফাইনালে পৌঁছনোর সমীকরণ আরও জটিল হয়ে গেল। রিচা ঘোষের ইনিংস আজ ইতিহাসে লেখা থাকবে, কিন্তু সেই ইনিংস দলের জয় এনে দিতে পারেনি—এই আফসোসই রয়ে গেল ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে।