LIVE IND vs WI 2nd Test: ৭ উইকেটে জয়ী টিম ইন্ডিয়া, ২-০ সিরিজ পকেটে ভারতের

Day 5:
১০:২৫: ৫০ পূর্ণ করলেন রাহুল, ভারত ১১৪/৩
১০:২০: আউট অধিনায়ক শুভমন গিল, ভারত ১০৮/৩
১০:১৭: ১০০ রান সম্পূর্ণ টিম ইন্ডিয়ার
১০:০০: আউট সুদর্শন, ভারত ৮৮/২,
০৯: ৫০: ২৪ ওভারে ভারত ৭৬/১
০৯:৪৫: ভারত ৬৭/১ , জয়ের জন্যে প্রয়োজন আরও ৫৪ রান
০৯:৩০: শুরু পঞ্চমদিনের খেলা
Day 4:
১৬:৩০: ভারত ৩৪/১, জয়ের জন্যে প্রয়োজন আরও ৮৭ রান
১৬:০৫:ভারত ১৩/১, জয়ের জন্যে প্রয়োজন আরও ১০৮ রান
১৬:০০: আউট যশস্বী, ভারত ৯/১
১৫:৩৫: ৩৯০ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, জয়ের জন্য ভারতের প্রয়োজন ১২১ রান
১৫:২২: ১১২ রানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ
১৪:৩০: ৩৫০ রান সম্পূর্ণ করল ওয়েস্ট ইন্ডিজ, ৮১ রানে এগিয়ে ক্যারিবিয়ানরা
১৩:৫০: ২ রান করে আউট এন্ডারসন
১৩:৪৫: ৯৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ৩০৮-৮
১৩:৪০: ৩ রান করে আউট ওয়ারিকান
১৩:৩০: পরপর ৩ উইকেট হারিয়ে চাপে ওয়েস্ট ইন্ডিজ, ম্যাচে ফিরল টিম ইন্ডিয়া
১৩:২৭: ৪০ রান করে আউট চেজ
১৩:১০: টেভিন ১২ রান করে আউট হয়ে সাজঘরে ফিরলেন
১২:৩৯: সিরাজের বলে আউট হয়ে ফিরলেন হোপ
১২:৩০: শতরান করলেন হোপ
১২:১৫: ৭৯.৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ২৫৭/৩
১১:২০: দুরন্ত লড়াই করছে ওয়েস্ট ইন্ডিজ, ৭৭.১ ওভারে ২৪৮/৩
১০:৪০: আউট ক্যাম্পবেল, ওয়েস্ট ইন্ডিজ ২১২/৩
১০:১৯: ২০০ রান সম্পূর্ণ করল ওয়েস্ট ইন্ডিজ
১০:০৯: সেঞ্চুরি করলেন ক্যামবেল, ওয়েস্ট ইন্ডিজ ১৯৫/২
০৯:৩০: শুরু চতুর্থ দিনের খেলা
Day 3
১৬:৩০: তৃতীয় দিনের খেলার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ১৭৩/২
১৫:৫০: ৩৫.৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১২৪/২, ক্যাম্বেল ৭০*, হোপ ৩৭*
১৫:০০: ২৪.১ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৯৭/২
১৪:৩০: ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫৩/২
১৪:১০: দ্বিতীয় ইনিংসেও জোড়া ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ, স্কোর ৩৫/২
১৩:০০: ২৪৮ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, টিম ইন্ডিয়া এগিয়ে ২৭০ রানে।
১২:৩৫: নবম উইকেটের পতন, ওয়েস্ট ইন্ডিজ ২২১/৯
১১:৩৩: ৭২ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ২১৭/৮
১১:০০: ৬৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১৯৭/৮
১০:৩৫: অষ্টম উইকেটের পতন, ওয়েস্ট ইন্ডিজ ১৭৬/৮
১০:০০: কুলদীপের জোড়া ধাক্কা, ওয়েস্ট ইন্ডিজ ১৬৩/৬
০৯:৪০: ৪৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১৫২/৪
Day 2:
১৬:০৫ ৩৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ১১৫-৪, হোপ ২০*, টেভিন ০*
১৫:৫৬: ০ রানে আউট রোস্টন চেজ
১৫:৫৪: কুলদিপের বলে আউট হয়ে ৪১ রান করে ফিরে গেলেন অলিক
১৫:৪২: ১০০ রান সম্পূর্ণ ওয়েস্ট ইন্ডিজের।
১৫:৩৪: জাদেজার বলে আউট চন্দ্রপল
১৫:১৯: ২৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ৭১-১, অলিক ৩১*, চন্দ্রপল ২৬*
১৫:০৩: ২০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ৪৯-১, অলিক ১৭*, চন্দ্রপল ১৮*
১৪:৪৭: ১৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ৪১-১, অলিক ১৪*, চন্দ্রপল ১৩*
১৪:১০: ১০ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ২৫-১, অলিক ১*, চন্দ্রপল ১৩*
১৪:০০: জাদেজার বলে আউট হয়ে ফিরলেন ক্যাম্পবেল
১৩:৪৪: ৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ৯-০, ক্যাম্পবেল ৪*, চন্দ্রপল ৫*
১৩:২৬: ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেন করতে নেমেছেন কাম্পবেল ও চন্দ্রপল
১৩.১১: আউট হয়ে সাজ ঘরে ফিরলেন ধ্রুব জুরেল
১২:৫৭: ৫০০ রান সম্পূর্ণ ভারতের
১২.৫১: শতরান করলেন শুভমন গিল
১২:২২: ১২০ ওভার শেষে ভারতের রান ৪৩৮-৪, শুভমন গিল ৮৪*, ধ্রুব জুরেল ৯*
১১:২৮: ১১৫ ওভার শেষে ভারতের রান ৪২৫-৪, শুভমন গিল ৭৪*, ধ্রুব জুরেল ৬*
১১:১৩: ১১০ ওভার শেষে ভারতের রান ৪১৮-৪, শুভমন গিল ৭০*, ধ্রুব জুরেল ১*
১১.০৫: ৪৩ রান করে সাজ ঘরে ফিরলেন নীতিশ কুমার রেড্ডি
১০.৫৫: ১০৭ ওভার শেষে ভারতের রান ৪০৮-৩, শুভমন গিল ৬৭*, নীতিশ রেড্ডি ৪০*
১০.৩৩: ১০২ ওভার শেষে ভারতের স্কোর ৩৭৯/৩
১৬:০৯: ১৫০ করলেন যশস্বী জয়সওয়াল
১৬:০০: ৮০ ওভারে ভারত ২৮২/২, যশস্বী ১৪৩*, গিল ১৪*
১৫:০০: ৬৫ ওভারে ভারত ২৪১/১, যশস্বী ১২০*, সুদর্শন ৮৩*
১৪:৪৭: ৬০ ওভারে ভারত ২২৭/১, যশস্বী ১১৭*, সুদর্শন ৭২*
১৪:১৬: চা বিরতিতে ভারত ২২০/১, যশস্বী ১১১*, সুদর্শন ৭১*
১৩:৩৬: শতরান করলেন যশস্বী জয়সওয়াল
১৩:০০: হাফ সেঞ্চুরি করলেন সুদর্শন
১২:৫০: ৩৫ ওভারে ভারত ১৩৫/১, যশস্বী ৬৬*, সুদর্শন ৩১*
১২:২৮: ৩১ ওভারে ভারত ১১৭/১, যশস্বী ৫৮*, সুদর্শন ২১*
১২:২০: হাফ সেঞ্চুরি করলেন যশস্বী, ভারত ১১৪/১
১১:৩৫: ২৮ ওভারে ভারত ৯৪/১, যশস্বী ৪০*, সুদর্শন ১৬*
১১:২৩: ২৫ ওভারে ভারত ৮৯/১, যশস্বী ৩৮*, সুদর্শন ১৩*
১১:০০: ৩৮ রান করে আউট রাহুল, ভারত ৫৮/১
১০:৫৬: বিনা উইকেটে ৫০ রান পূর্ণ টিম ইন্ডিয়ার
১০:৫০: ১৫ ওভার শেষে ভারত ৪১/০
১০:৪২: ১৩ ওভার শেষে ভারত ৩৪/০
১০:২৮: ১১ ওভার শেষে ভারত ২৯/০
১০:১৮: ৯.৩ ওভার শেষে ভারত ২৯/০
০৯:৫৬: ৫ ওভারে ভরতের স্কোর ১৪/০
০৯:৪৫: ৩ ওভারে ভারত ৪/০
০৯:০০: টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন শুভমন গিল।