আজ থেকে পর্যটকদের জন্য খুলে গেল জলদাপাড়া জাতীয় উদ্যান, চালু সাফারিও

October 10, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:২৮: শনিবার রাতের ভারী বৃষ্টিতে রাতারাতি পাল্টে গিয়েছিল উত্তরবঙ্গ। গোটা উত্তরবঙ্গ, পাহাড়জুড়ে বিপর্যয়ের ছবি। রাজ্য সরকারের চেষ্টায় ধীরে ধীরে ছন্দে ফিরছে পাহাড়। মঙ্গলবার থেকে বক্সা খুলে গিয়েছিল। আজ, শুক্রবার সকাল থেকে পর্যটকদের জন্য খুলে গেল জলদাপাড়া জাতীয় উদ্যান। পাশাপাশি জলদাপাড়া জাতীয় উদ্যানে সাফারি চালু করল বনদপ্তর। প্রথম দিনেই পর্যটকদের ভিড় উপচে পড়েছে।

জানা যাচ্ছে, জলদাপাড়া জাতীয় উদ্যানের তিনটে রুটে সাফারি চালু করেছে বন দপ্তর। মোট চারটি রুটে সাফারি চলে। শালকুমার-জলদাপাড়া, কোদাল বস্তি এবং চিলাপাতা, এই তিন রুটে আজ, শুক্রবার থেকে সাফারি চালু করল বন দপ্তর। জনপ্রিয় হলং রুট এখনও চালু করতে পারেনি বনদপ্তর। হলং ব্রিজ ভেঙে যাওয়ায় এই রুটে পর্যটন চালু করা যায়নি এখনও। তবে খুব দ্রুত এই রুট চালু করা হবে বলে জানিয়েছে বনদপ্তর। জলদাপাড়া জাতীয় উদ্যানের বনকর্তাদের সূত্রে জানা গিয়েছে, গণ্ডারদের জঙ্গলে ফিরিয়ে আনা হয়েছে। স্থানীয় মানুষ এই কাজে সাহাজ্য করেছেন। বন্যপ্রাণীর বড় কোনও ক্ষতি হয়নি।

বন্যায় সর্বাধিক ক্ষতিগ্রস্থ হয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান। জলদাপাড়া জাতীয় উদ্যানের বিস্তীর্ণ তৃণভূমিতে পলি পড়ে সবুজ নষ্ট হয়েছে। বিপদ কাটিয়ে আবার স্বাভাবিক হচ্ছে জলদাপাড়া জাতীয় উদ্যান। শুরু হয়েছে পর্যটন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen