আইপিএল ২০২৬ মিনি নিলাম ডিসেম্বরেই! তারিখ প্রায় ঠিক, জোর প্রস্তুতি শুরু

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৪:৪৭: ভারতের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের পরবর্তী আসরকে ঘিরে জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আসন্ন Indian Premier League 2026 (আইপিএল ২০২৬)-এর মিনি নিলাম ঘিরে ইতিমধ্যেই ক্রিকেট মহলে উত্তেজনা তুঙ্গে। এখনও আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা না হলেও, ভারতীয় ক্রিকেট বোর্ড (Board of Control for Cricket in India – বিসিসিআই) সূত্রে জানা গিয়েছে, ডিসেম্বরের ১৩ থেকে ১৫ তারিখের মধ্যে অনুষ্ঠিত হতে পারে এই নিলাম। নিলামের স্থান এখনও ঠিক হয়নি, তবে ভারতেই আয়োজন হওয়ার সম্ভাবনাই বেশি।
গত বছর অনুষ্ঠিত হয়েছিল মেগা নিলাম, যেখানে দলগুলো নিজেদের স্কোয়াডে বড়সড় পরিবর্তন এনেছিল। এবারে ছোট নিলাম হলেও বেশ কিছু দল নতুন করে নিজেদের দল সাজাতে চাইবে বলে ধারণা করা হচ্ছে। নভেম্বরের ১৫ তারিখের মধ্যে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে তাদের রিটেনশন তালিকা জমা দিতে হবে। অর্থাৎ, কাদের রেখে দেওয়া হবে আর কাদের ছেড়ে দেওয়া হবে, সেই সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে ওই সময়ের মধ্যেই।
ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানা গিয়েছে, Chennai Super Kings (সিএসকে) এবং Rajasthan Royals (আরআর) ছাড়া বাকি দলগুলো বড় কোনও রিলিজের পথে যাচ্ছে না। গত মৌসুমে এই দুই দলই পয়েন্ট তালিকার তলানিতে শেষ করেছিল, তাই তারাই এবার দল নতুন করে সাজাতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে, এবারে রিটেনশনের উপর কোনও নির্দিষ্ট সীমা থাকছে না, ফলে দলগুলো চাইলে অনেক বেশি খেলোয়াড় নিজেদের দলে ধরে রাখতে পারবে।
২০২৫ সালের মেগা নিলামে প্রতিটি দলের জন্য ১২০ কোটি টাকার পুল নির্ধারিত ছিল। সেই ধারা অব্যাহত থাকলেও, এবারে ফ্র্যাঞ্চাইজিগুলোর কৌশল হবে আরও সূক্ষ্ম। নিলামের আগেই অনেক কিছু ঠিক করে ফেলতে চাইছে দলগুলো, যাতে টুর্নামেন্টে এগিয়ে থাকা যায়।
এছাড়াও বিসিসিআই এবারে একটি গুরুত্বপূর্ণ নিয়মও এনেছে — যে কোনও খেলোয়াড় নিলামে নিজের নাম নিবন্ধন করে পরে মরশুম শুরুর আগেই খেলতে অস্বীকৃতি জানালে, তাকে টানা দুই মরসুম আইপিএলে খেলার উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। এর ফলে খেলোয়াড়দের প্রতিশ্রুতি ও দায়িত্ব আরও বাড়তে চলেছে।
সব মিলিয়ে, ডিসেম্বরের মিনি নিলাম ঘিরে শুরু হয়ে গিয়েছে জোর কৌশল ও জল্পনা। কে কোন দলে যাবে, কারা রিটেন হবে, আর কারা নতুন সুযোগ পাবে— এই সবকিছুই এখন ক্রিকেটপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে।