আর বিলম্ব নয়, জম্মু-কাশ্মীরকে পূর্ণরাজ্যের মর্যাদা নিয়ে কেন্দ্রকে Deadline বেঁধে দিল সুপ্রিম কোর্ট

October 10, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৮:৪৬: জম্মু-কাশ্মীরকে (Jammu & Kashmir) পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া নিয়ে কেন্দ্রকে ‘ডেডলাইন’ দিল সুপ্রিম কোর্ট। আজ, শুক্রবার সরাসরি কেন্দ্রকে চার সপ্তাহের সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। দীর্ঘদিন ধরে চলা মামলার শুনানিতে এদিন শীর্ষ আদালত জানিয়ে দেয়, নির্ধারিত সময়ের মধ্যেই কেন্দ্রকে সিদ্ধান্ত জানাতে হবে।

২০১৯ সালের ৫ আগস্ট কাশ্মীরের (Kashmir) বিশেষ মর্যাদা বাতিল করে ৩৭০ ধারা রদ করার পাশাপাশি উপত্যকার পূর্ণরাজ্যের মর্যাদা কেড়ে নেওয়া হয়। জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়। সেই সিদ্ধান্তের পর থেকেই উপত্যকায় ক্ষোভের সঞ্চার হয়। বিশেষ মর্যাদা হারানোর পাশাপাশি পূর্ণরাজ্যের মর্যাদা হারানো নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বহু বাসিন্দা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) নিজে উপত্যকায় গিয়ে পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানোর প্রতিশ্রুতি দিলেও, এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ হয়নি। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকারের (State Govt) সঙ্গে আলোচনা চলছে। তবে পহেলগাঁওয়ের সাম্প্রতিক ঘটনার মতো কিছু বিষয় প্রক্রিয়াকে বিলম্বিত করেছে বলেও স্বীকার করেছে কেন্দ্র।

সুপ্রিম কোর্টে শুনানির সময় মামলাকারীদের পক্ষের আইনজীবীরা জানান, পহেলগাঁওয়ের মতো ঘটনা ঘটেছে কেন্দ্রীয় সরকারের অধীনে। তাঁদের বক্তব্য, কেন্দ্র নিজেই আদালতে হলফনামা দিয়ে জানিয়েছে যে তারা দ্রুত জম্মু ও কাশ্মীরকে পূর্ণরাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই প্রতিশ্রুতি যদি বাস্তবায়িত না হয়, তাহলে হলফনামার গুরুত্ব নিয়েই প্রশ্ন ওঠে। তাঁরা আরও আশঙ্কা প্রকাশ করেন, যদি কোনও পূর্ণরাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার এমন নজির তৈরি হয়, তবে ভবিষ্যতে কেন্দ্র যে কোনও রাজ্যকে একইভাবে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করতে পারে। এমনকি উত্তরপ্রদেশের মতো বড় রাজ্যও এই ঝুঁকির বাইরে নয় বলে তাঁরা মনে করেন।

যদিও সুপ্রিম কোর্ট এই বিতর্কে না গিয়ে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, জম্মু ও কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানো নিয়ে কেন্দ্রকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এবং চার সপ্তাহের মধ্যে তা আদালতে জানাতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen