Gold Price: সুখবর! কমল সোনার দাম, দীপাবলির আগে আরও সস্তা হবে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০:৪৫: দীপাবলির আগে ক্রেতাদের জন্য সুখবর! সোনার বাজারে দেখা গেল উল্লেখযোগ্য পরিবর্তন। শুক্রবার, ১০ অক্টোবর, দেশের বাজারে সোনার দামে বড়সড় পতন ঘটেছে, যা সাধারণ ক্রেতাদের জন্য এক দারুণ সুখবর। আন্তর্জাতিক বাজারে সোনার দামে কিছুটা ওঠানামা চললেও, এদিন দেশের বাজারে সোনার মূল্য হ্রাস ক্রেতাদের মুখে হাসি ফোটাতে সক্ষম হয়েছে।
প্রতি বছর দীপাবলি ও ধনতেরাসের সময় সোনার চাহিদা বাড়ে এবং সেই সঙ্গে দামও ঊর্ধ্বমুখী হয়। কিন্তু এবছর উৎসবের আগে দাম কমে যাওয়ায় বিশেষজ্ঞরা মনে করছেন, গয়না, সোনার মুদ্রা কিংবা ডিজিটাল সোনা কেনার জন্য এখনই উপযুক্ত সময়। অনেকেই এই সময়ে সোনা কিনে ভবিষ্যতে দাম বাড়লে ভালো রিটার্ন পাওয়ার আশা করছেন।
সোনার দাম কখনই স্থির থাকে না। উৎসবের মরশুম এবং আন্তর্জাতিক বাজারের ওঠানামা মিলিয়ে এই সময়ে ক্রেতাদের একটু সচেতন থাকতে হয়। আজকের দামের দিকে তাকালে অনেকেই চমকে যেতে পারেন, তবে সঠিক পরিকল্পনা থাকলে এই সময়ে সোনা কেনা লাভজনক হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক পরিস্থিতি যদি অস্থির থাকে, তাহলে সোনার দাম আবারও বাড়তে পারে। তবে মার্কিন রিজার্ভ ব্যাঙ্ক যদি সুদের হার কমায়, তাহলে কিছুটা স্থিতিশীলতা ফিরে আসতে পারে বাজারে।
শুক্রবার ১০ অক্টোবর ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ১১,৪২০ টাকা প্রতি গ্রাম, ১৮ ক্যারেটের দাম দাঁড়িয়েছে ৯,৩৭৫ টাকা প্রতি গ্রাম। একই দিনে ১ কেজি রুপোর দাম হয়েছে ১,৬৮,৮৫৪ টাকা। তবে সোনা ও রুপো কেনার সময় এই দামের সঙ্গে অতিরিক্ত ৩ শতাংশ GST যুক্ত হবে।
গত কয়েক বছরে সোনার দাম যেভাবে বেড়েছে, তাতে অনেকেই সোনাকে একটি নিরাপদ বিনিয়োগ বলে মনে করছেন। স্বর্ণশিল্প বাঁচাও কমিটির (SSBC) তথ্য অনুযায়ী, এই মূল্যহ্রাস সাময়িক হলেও ক্রেতাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।