TLP-র বিক্ষোভে রণক্ষেত্র ইসলামাবাদ, পুলিশের গুলিতে মৃত ১১, পাকিস্তানে গৃহযুদ্ধের আশঙ্কা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৮:৩০: পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছেছে। রাজধানী ইসলামাবাদে কট্টরপন্থী সংগঠন তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (TLP)-এর নেতৃত্বে চলা বিক্ষোভে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন, আহত হয়েছেন আরও ৫০ জনের বেশি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, দেশজুড়ে গৃহযুদ্ধের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বিশ্লেষকরা।
TLP-এর অভিযোগ, গাজায় ইজরায়েলের হামলার বিরুদ্ধে পাকিস্তান সরকার কার্যকর কোনও অবস্থান নিচ্ছে না, বরং আমেরিকার স্বার্থে কাজ করছে। এই অভিযোগের ভিত্তিতে ইসলামাবাদে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক দেয় সংগঠনটি। শুক্রবার সকাল থেকে হাজার হাজার মানুষ ইসলামাবাদে জড়ো হন, যা দ্রুত হিংসাত্মক রূপ নেয়। পুলিশ কাঁদানে গ্যাস, লাঠিচার্জ এবং গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রথম দিনেই মৃত্যু হয় দুইজনের, পরদিন সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ১১-এ।
রাওয়ালপিন্ডি, লাহোর, করাচি ও পেশোয়ারেও ছড়িয়ে পড়ে উত্তেজনা। লাহোরের আজাদি চক এলাকায় পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। ইসলামাবাদের রেড জোনকে ঘিরে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। মার্কিন দূতাবাসগুলিতে সতর্কতা জারি করা হয়েছে এবং ইসলামাবাদের হোটেলগুলো খালি করে দেওয়া হয়েছে।
TLP প্রধান জানিয়েছেন, তাঁদের আন্দোলন কোনও ভয় বা বাধায় থামবে না। অন্যদিকে, পাকিস্তান সরকার এই আন্দোলনকে হিংসা ছড়ানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরীর দাবি, বিক্ষোভকারীদের কাছ থেকে লাঠি, রাসায়নিক, মার্বেল, কাঁদানে গ্যাসের শেল এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। সরকার এই আন্দোলনকে দমন করতে কঠোর অবস্থান নিয়েছে।