কী ভাবে মৃত্যু জুবিন গর্গের? মূল রিপোর্ট হাতে পেল SIT: কী রয়েছে তাতে?

October 11, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৯:৪৪: সিঙ্গাপুরে ইয়ট পার্টির সময় জলে ডুবে মৃত্যু হয়েছিল জনপ্রিয় গায়ক জুবিন গর্গের। সেই মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে। এবার সেই রহস্যের জট খুলতে পারে নয়া দিল্লির সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি (CFSL)-এর ভিসেরা রিপোর্ট। অসম পুলিশের বিশেষ তদন্তকারী দল (SIT) ইতিমধ্যেই ওই রিপোর্ট হাতে পেয়েছে এবং তা পাঠানো হয়েছে গুয়াহাটি মেডিক্যাল কলেজের চিকিৎসকদের কাছে, যাঁরা গায়কের ময়নাতদন্ত করেছিলেন।

SIT প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ADGP) মুন্না প্রসাদ গুপ্তা জানিয়েছেন, রিপোর্টের ভিত্তিতে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন শীঘ্রই আদালতে জমা দেওয়া হবে এবং গায়কের পরিবারের সঙ্গেও তা ভাগ করে নেওয়া হবে। তিনি আরও জানান, এই ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁরা পুলিশ হেফাজতে রয়েছেন। সিঙ্গাপুরের একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠানো হয়েছে, যাঁদের মধ্যে একজন ইতিমধ্যেই হাজির হয়ে বিবৃতি দিয়েছেন।

জুবিন গর্গের (Zubeen Garg) মৃত্যু ঘিরে একাধিক বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে। পিটিআই সূত্রে খবর, গায়কের ব্যান্ড সদস্য শেখর জ্যোতি গোস্বামী পুলিশের কাছে দাবি করেছেন, সিঙ্গাপুরে গায়ককে বিষপ্রয়োগ করা হয়েছিল, যার ফলেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, ব্যান্ডের আরেক সদস্য পার্থপ্রতিম গোস্বামী গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং শেখরের বিরুদ্ধে অবহেলা ও অসাবধানতার অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, জুবিনের খিঁচুনির সমস্যা জানা সত্ত্বেও তাঁরা সারা রাত মদ্যপান ও পার্টি করেন এবং গায়ককে বিশ্রাম নিতে দেননি। পার্থের মতে, তাঁদের দায়িত্বজ্ঞানহীনতার বলি হয়েছেন জুবিন।

এর আগে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে জুবিনের তুতো ভাই সন্দীপন গর্গকে, যিনি অসম পুলিশের ডিএসপি পদে কর্মরত ছিলেন। গ্রেপ্তারের পর তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তদন্ত চলাকালীন তিনি কাজে যোগ দিতে পারবেন না। তবে ভিসেরা রিপোর্টের ফলাফলের দিকে এখন তাকিয়ে গোটা দেশ। বিষক্রিয়া, অবহেলা না কি নিছক দুর্ঘটনা- জুবিন গর্গের মৃত্যুর আসল কারণ কী, তা জানতে মুখিয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা ও পরিবার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen