দুর্গাপুরে মেডিক্যাল ছাত্রীর গণধর্ষণ: দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে তৎপর রাজ্য প্রশাসন

October 11, 2025 | 2 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.৩০: দুর্গাপুরের (Durgapur) একটি বেসরকারি মেডিক্যাল কলেজে দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর উপর গণধর্ষণের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ (WB Police)। নির্যাতিতা ছাত্রী ওড়িশার জলেশ্বরের বাসিন্দা, যিনি কলেজের হস্টেলে থাকেন। শুক্রবার রাতে এক বন্ধুর সঙ্গে খাবার খেতে বেরিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে তাঁর উপর এই নৃশংস হামলা চালানো হয় বলে অভিযোগ।

ঘটনার পরপরই পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে, “আমরা গভীরভাবে মর্মাহত দুর্গাপুরে একটি বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রীর উপর গতরাতে কলেজ ক্যাম্পাসের বাইরে ঘটে যাওয়া যৌন নির্যাতনের ঘটনায়। আমরা সকলকে আশ্বস্ত করতে চাই যে, অপরাধীরা কোনোভাবেই শাস্তি এড়াতে পারবে না। ভুক্তভোগীর যন্ত্রণা যেমন ওড়িশার, তেমনই আমাদেরও। অপরাধীদের বিচারের আওতায় আনতে আমরা কোনো চেষ্টার ত্রুটি রাখব না। ভুক্তভোগী বর্তমানে সুস্থতার পথে, এবং তাঁর পরিবারকে সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। আমরা সকলকে অনুরোধ করছি, এই বিষয়ে কোনো অপ্রমাণিত বা বিভ্রান্তিকর তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন। নারীদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ পুলিশ তার zero tolerance policy-তে অটল রয়েছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের খুঁজে বের করতে এবং তদন্তে গতি আনতে পুলিশ ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। ছাত্রীর সঙ্গে থাকা বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে স্বাস্থ্যভবন কলেজ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করেছে। জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরাও কলেজ পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি এক্স হ্যান্ডলে পোস্ট করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দোষীদের কঠোরতম শাস্তির আবেদন জানিয়েছেন। তিনি লিখেছেন, “এমন স্পর্শকাতর বিষয়ে দোষীদের কঠোরতম শাস্তির আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানাচ্ছি। যথাযথ আইনানুগ ব্যবস্থা তিনি নেবেন বলেই ভরসা রাখি।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen