পুনর্নির্মাণের কাজ চলছে, কেন্দ্রের সাহায্যের অপেক্ষায় বসে নেই বাংলা, উত্তরবঙ্গে রওনা হওয়ার আগে আত্মপ্রত্যয়ী মমতা

October 12, 2025 | < 1 min read
Published by: Ritam
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৫০: বিপর্যস্ত উত্তরবঙ্গকে ছন্দে ফেরাতে ত্রুটি রাখছে না রাজ্য সরকার। এখনও কেন্দ্রের তরফে কোনও আর্থিক সাহায্য ঘোষণা করা হয়নি। খোদ বিজেপি বিধায়কেরা অভিযোগ করেছেন, কেন্দ্রের মন্ত্রীরা ছবি তুলে ফিরে যাচ্ছেন। অন্যদিকে, উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখে গত বুধবার কলকাতায় ফেরার পর আজ, রবিবার ফের উত্তরবঙ্গে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা করবেন তিনি।

 

তিনদিন পর, আজ রবিবার ফের উত্তরবঙ্গে উদ্দেশ্যে রওনা হওয়ার আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা বললেন, ‘কেন্দ্রের সাহায্যের জন্য বসে থাকি না, পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে।’ ইতিমধ্যেই রাজ্য সরকার নিজ উদ্যোগে পুনর্নির্মাণের কাজ শুরু করেছে। ভেঙে পড়া বাড়ি পুনর্নির্মাণের জন্য টাকা দেওয়ার কথাও জানান তিনি। তিনি আরও জানান, দুর্যোগকবলিত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। রোহিণী এলাকাতে পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। মিরিকে ভেঙে পড়া সেতুটি ৭-৮ দিনে মেরামত হয়ে যাবে।

 

আজ, রবিবার দুপুরে কলকাতা বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমাকে একটা রিভিউ মিটিং করতে হবে। উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্থ এলাকায় পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। যাঁদের বাড়ি ক্ষতিগ্রস্ত, তাঁদের বাড়ি বানিয়ে দেওয়া হবে। ১ লক্ষ ২০ হাজার করে বরাদ্দ করা হয়েছে।’’

মমতা আরও বলেন, ‘‘উত্তরবঙ্গে বিপর্যয়ে যাঁরা ভাল কাজ করেছেন, তাঁদের পুরস্কার দেওয়া হবে। একটা রিভিউ মিটিংও করতে হবে। বিপর্যয়ে অনেকের নথিপত্র নষ্ট হয়েছে। সে সব করিয়ে দিতে হবে। পাড়ায় সমাধানে সে ব্যবস্থা করা হবে।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen