ফের প্রকাশ্যে বাম আমলে আর জি করের পর্নো চক্র, সৌমিত্র বিশ্বাসের মৃত্যু রহস্য

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:১৫: আর জি কর মেডিক্যাল কলেজের এক পুরনো রহস্যময় মৃত্যুর ঘটনা নতুন করে আলোচনায় এসেছে, যা বাম আমলের এক অন্ধকার অধ্যায়কে ফের প্রকাশ্যে এনেছে। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওর সূত্রে সামনে এসেছে ২০০১ সালের ২৫ অগাষ্টের সেই দিন, যেদিন এমবিবিএসের চতুর্থ বর্ষের ছাত্র সৌমিত্র বিশ্বাসকে আর জি করের হস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। প্রথমে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটিকে আত্মহত্যা বলে দাবি করলেও, সৌমিত্রর পরিবার দাবি করেছিল এটি পরিকল্পিত খুন। তাঁদের অভিযোগ ছিল, কলেজে চলা এক পর্নোগ্রাফি চক্রের গোপন তথ্য সৌমিত্র জেনে ফেলেছিলেন, যার পরেই তাঁর মৃত্যু ঘটে।
সিআইডির তদন্তেও উঠে এসেছিল সেই চাঞ্চল্যকর অভিযোগ। তল্লাশিতে উদ্ধার হয়েছিল ভিডিও শুটিংয়ের সরঞ্জাম, ট্রাইপড, লাইট রিফ্লেক্টর-সহ নানা উপকরণ। তদন্তকারীরা জানিয়েছিলেন, কলেজ কর্তৃপক্ষ ও ছাত্র সংগঠন সহযোগিতা করতে রাজি ছিল না। তৎকালীন বাম সরকারও বিষয়টি নিয়ে নীরব ছিল। সৌমিত্রর মা সবিতাদেবীর অভিযোগ ছিল, তাঁর ছেলে এক সহপাঠিনীর বিকৃত ছবি তৈরি ও বিক্রির ঘটনা জানতে পেরে তা প্রকাশ করতে চেয়েছিলেন, আর সেই কারণেই তাঁকে খুন করা হয়।
দীর্ঘ ২৪ বছর পর, বিখ্যাত ইউটিউবার নীতীশ রাজপুতের ভিডিওর মাধ্যমেই ফের সামনে আসে এই পর্ব। তাঁর পোস্টে দাবি করা হয়েছে, তৎকালীন আর জি কর মেডিক্যাল কলেজে এসএফআইয়ের দাপটে গোপন র্যাকেটটি চলত এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে গোটা ঘটনাকে ধামাচাপা দেওয়া হয়। কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে, লক্ষাধিক মানুষ তাতে প্রতিক্রিয়া জানান। বামঘেঁষা চিকিৎসক সংগঠন এবং নেতাদের মধ্যে দেখা দিয়েছে স্পষ্ট অস্বস্তি। কেউ কেউ বলছেন, “পুরনো ঘটনা, মনে নেই।” কিন্তু জনমনে প্রশ্ন একটাই, সত্যিটা কি আজও চাপা পড়ে আছে?