উত্তরের বিপর্যস্ত এলাকার জন্য মেয়াদ বাড়ল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের, ঘোষণা মমতার

October 12, 2025 | < 1 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০০: প্রবল বর্ষণ এবং ভুটানের জলে বিপর্যন্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। ধীরে ধীরে রাজ্য সরকারের উদ্যোগে ছন্দে ফিরছে উত্তরবঙ্গ। এবার বিপর্যস্ত এলাকার জন্য ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের মেয়াদ বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ, রবিবার তিনি রওনা হন উত্তরবঙ্গের উদ্দেশ্যে। তার আগে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’, নিয়ে বিস্তারিত তথ্য পেশ করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্প ৬ নভেম্বর পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির কথা ভেবে মেয়াদ বাড়ানো হচ্ছে। বিপর্যস্ত জেলাগুলিতে আধার কার্ড (Aadhaar card) এবং অন্যান্য নথি তৈরি সংক্রান্ত কাজ করে দিতে হবে।

‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পে এখনও পর্যন্ত যা কাজ হয়েছে, সে সম্পর্কিত তথ্য তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, সরকারের লক্ষ্য ছিল বুথভিত্তিক ৩১,৭০০টি শিবির করার। এখনও পর্যন্ত ২৮,৩০০টি শিবির করা হয়েছে। প্রায় ৯০ শতাংশ বুথে শিবির আয়োজন সম্পূর্ণ হয়েছে। শিবিরগুলিতে ২.৫ কোটি মানুষ এসেছেন। সামগ্রিকভাবে ৯৪.৭ লক্ষ আবেদন গ্রহণ করা হয়েছে, যার মধ্যে ৭৭.৪ লক্ষ আবেদনের কাজ শুরু হয়ে গিয়েছে। যা প্রায় ৮১ শতাংশ। প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্থ এলাকায় শিবিরগুলি আরও বর্ধিত আকারে করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen