দুর্গাপুর কাণ্ড: ব্যর্থ শুভেন্দুর ধর্মীয় রঙ লাগানো চেষ্টা, অপু বাউড়ি-সহ ধৃত তিনজনের পুলিশ হেপাজতের নির্দেশ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:০০: দুর্গাপুরের বেসরকারি কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় রবিবার সকালে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে রাজ্যপুলিশ। ধৃতদের নাম শেখ রিয়াজুদ্দিন, অপু বাউড়ি এবং ফিরদৌস শেখ। ধৃত তিনজনকে রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করানো হয়েছিল। বিচারক তাঁদের ১০ দিনের পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন। অভিযোগ, নির্যাতনের সময় ছাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছিলেন ধৃতরা। ধৃতদের কাছ থেকে তরুণীর সেই মোবাইল ফোনটি উদ্ধার হয়েছে। ধৃত তিনজনের বিরুদ্ধে ‘প্রত্যক্ষ প্রমাণ’ মিলেছে বলেও দাবি করেছে পুলিশ।
শনিবার পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছিল, কলেজ ক্যাম্পাসের বাইরে ডাক্তারি পড়ুয়ার সঙ্গে ঘটে যাওয়া যৌন নির্যাতনের ঘটনায় গভীরভাবে মর্মাহত তাঁরা। পুলিশের তরফে সকলকে আশ্বস্ত করা হয়েছিল যে, অপরাধীরা কোনওমতেই রেহাই পাবে না। অপরাধীদের বিচারের আওতায় আনতে চেষ্টার ত্রুটি রাখা হবে না বলেও জানানো হয়েছিল। বলা হয়েছিল, নারীদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ পুলিশ তার জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছে। এরপরই দ্রুতগতিতে তদন্ত শুরু করে পুলিশ। দুর্গাপুর নিউ টাউনশিপ থানার তদন্তকারীরা ড্রোন উড়িয়ে পরানগঞ্জ কালীবাড়ি শ্মশান এলাকার জঙ্গলে তদন্ত চালায়৷ অপরাধীদের খুঁজে বার করা হয় এবং গ্রেপ্তার করে আজই আদালতে তোলা হয় অপরাধীদের।
উল্লেখ্য, ডাক্তারি ছাত্রীর গণধর্ষণের ঘটনায় কঠোর পদক্ষেপের নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার উত্তরবঙ্গে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী জানান, পুরো বিষয়টির তদন্ত করা হচ্ছে। কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনও অভিযুক্তকে রেয়াত করা হবে না।
অন্যদিকে, রাজনৈতিক ফায়দা তুলতে আসরে নেমে পড়ে বিজেপি। গ্রেপ্তার হওয়া তিনজনের ধর্মীয় পরিচয় তুলে ধরে, এই ঘটনাকে ধর্মীয় বিভাজনের রঙ দেওয়ার চেষ্টা করেন খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তিনিই নন, এই বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিজেপির মুখপাত্র তথা আইটি সেলের প্রধান অমিত মালব্যও। যদিও বিজেপি নেতার সে চেষ্টা ব্যর্থ হয়েছে। গ্রেপ্তার হওয়া তিনজনের মধ্যে একজন হিন্দু এবং বাকি দুজন সংখ্যালঘু। হাজার চেষ্টা করেও ধর্মীয় উস্কানি ছড়াতে দুর্গাপুর কাণ্ডকে হাতিয়ার করতে পারছে না বিজেপি। যা নিয়ে এক্স হ্যান্ডেলে পাল্টা একটি পোস্ট করেছেন ফ্যাক্ট চেকার তথা অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা মহম্মদ জুবের। তিনি উল্লেখ করেছেন, বিজেপি ইচ্ছাকৃতভাবে দুর্গাপুর কাণ্ডে ধর্মীয় বিভাজনের রঙ দেওয়ার জন্য অপু বারুইয়ের নাম উল্লেখ করেনি।

Durgapur ‘gang rape’: While listing out names of the accused, BJP leaders left out the name Apu Bauri & claimed all accused were Muslims. Three have been arrested so far: Apu Bauri, Firdous Shiekh & Sheikh Riazuddin | @shinjineemjmdr @indra_Calcutta https://t.co/7FBW0BoCfs
— Alt News (@AltNews) October 12, 2025
নির্যাতিতার পরিবার জানিয়েছে, গত ১০ অক্টোবর রাত সাড়ে ৮টা নাগাদ ওই পড়ুয়া কলেজের বাইরে খেতে বেরিয়েছিলেন। সেই সময় কয়েকজন যুবক তরুণীকে গণধর্ষণ করে। তারপরই ডাক্তারি পড়ুয়ার মোবাইলটি ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। নির্যাতিতা ছাত্রী ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। বর্তমানে নির্যাতিতা দুর্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রের খবর, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।