Kolkata Metro: রবিসন্ধ্যায় মেট্রো বিভ্রাট! আংশিকভাবে ব্যাহত পরিষেবা

October 12, 2025 | < 1 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০০: রবিবারের সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট ব্লু লাইনে। জানা গিয়েছে, মহানায়ক উত্তমকুমার অর্থাৎ টালিগঞ্জ স্টেশনের কাছে একটি মেট্রোয় যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। যার জেরে আংশিকভাবে ব্যাহত হয়েছে পরিষেবা। ভোগান্তিতে ছুটির দিনের যাত্রীরা। মেট্রো আপাতত ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ ও ডাউন লাইনে চলছে মেট্রো।

জানা গিয়েছে, প্রায় ৩০-৩৫ মিনিট ধরে আপ ও ডাউন, উভয় লাইনেই পরিষেবা অনিয়মিত। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ময়দান থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনের মাঝে মেট্রো চলাচল বন্ধ হয়ে গিয়েছে। আপাতত ভাঙা পথে মেট্রো চলছে। স্টেশনে ঘোষণা করা হয়, মহানায়ক উত্তম কুমারে একটি মেট্রো খারাপ হয়ে যাওয়ার কারণে ময়দানের পর থেকে সাময়িকভাবে পরিষেবা বন্ধ রাখা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen