‘আমার কথার ভুল ব্যাখ্যা হয়েছে’, বক্তব্যের বিকৃতি নিয়ে ক্ষুব্ধ মমতা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৫০: বিপর্যয়ের পর রবিবার দ্বিতীয়বারের জন্য উত্তরবঙ্গ গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রওনা হওয়ার পথে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা। দুর্গাপুর ধর্ষণ কাণ্ড নিয়ে প্রতিক্রিয়াও জানান। অভিযোগ, একদল সংবাদ মাধ্যম তাঁর বক্তব্য বিকৃত করে পরিশবেশন করছে। রবিবার বিকেল থেকে কার্যত দলগত এই অভিযোগ তোলেন তৃণমূল। খোদ মমতাও উত্তরবঙ্গে পৌঁছে জানান, তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে।
উত্তরবঙ্গ যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে দুর্গাপুরে মেডিক্যাল পড়ুয়ার গণধর্ষণের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। কিছু মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে সমাজ মাধ্যমে শোরগোল পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, দুর্গাপুরের ঘটনা নিয়ে তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে। বেশ কিছু সংবাদ মাধ্যমে ভুল ব্যাখ্যা হচ্ছে বলেও দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এয়ারপোর্টে আমার কথার ভুল ব্যাখ্যা হয়েছে। আমার সঙ্গে এমন রাজনীতি করবেন না। আমি মিট করি, অন্যরা করে না।’’
কলকাতা বিমানবন্দরে মমতা বলেন, ‘‘বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা এখানে পড়তে আসেন। তাঁদের আমি অনুরোধ করব, রাতের বেলা বাইরে না বের হতে। কারণ পুলিশ তো জানতে পারে না, কে কখন রাতের বেলা বেরিয়ে যাচ্ছে। বেসরকারি মেডিক্যাল কলেজগুলির একটা দায়িত্ব আছে পড়ুয়াদের প্রতি যত্ন নেওয়ার। পুলিশ তো বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। কেউ রাত সাড়ে বারোটায় বেরিয়ে কোথাও যায়। ঘটনার আমি নিন্দা করছি, যে যেখানে যেতে পারে, সেটা তাঁর অধিকার। কিন্তু হোস্টেলের একটা সিস্টেম আছে। আমি পুলিশকে বলেছি দ্রুত পদক্ষেপ করতে।’’
রাতের বেলা বাইরে না বেরোনো সম্পর্কিত মন্তব্য ঘিরে শুরু হয় বিতর্ক। আসরে নেমে পড়ে বিরোধীরা। এদিন জলদাপাড়া বনবিভাগের নীলপাড়া রেঞ্জে রিভিউ মিটিংয়ের পরে মমতা বলেন, ‘‘দমদম এয়ারপোর্টে আমি কিছু কথা বলেছি। আমার কথার ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আপনাদের অনুরোধ করছি, আমাকে আপনার প্রশ্ন করবেন, তার পরে আমার উত্তরের ভুল ব্যাখ্যা করবেন…আমি ভাত খাই পুরোটা না বলে বলছেন, শুধু আমি ভাত…। এ সব রাজনীতি আমার সঙ্গে করার চেষ্টা করবেন না।’’