ত্রিপুরায় ১৪ মাসের শিশুকে ধর্ষণের পর পোঁতা হল ধানখেতে, নৃশংসতাকে মানবতার পরিপন্থী বলল তৃণমূল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৩:৩২: নৃশংসতম ঘটনা ঘটল ডবল ইঞ্জিন ত্রিপুরায়। ১৪ মাসের শিশুকে ধর্ষণের পর তাকে ধানখেতে পুঁতে দিলেন অভিযুক্ত। শনিবার শিশুটিকে মায়ের কাছ থেকে বেড়াতে নিয়ে গিয়েছিলেন অভিযুক্ত। বহু সময় পরও শিশু সহ অভিযুক্ত না-ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন বাবা-মা। শুরু হয় খোঁজখবর। রাতের দিকে মাটির নীচ থেকে উদ্ধার হয় শিশুটির দেহ।
পুলিশি তদন্তে উঠে এসেছে, শিশুটিকে হত্যার পর ধানখেতে পুঁতে দিয়েছিলেন অভিযুক্ত। ময়নাতদন্তের পর রবিবার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে শিশুটির দেহ। অসমের শিলচর থেকে ত্রিপুরায় এসেছিল শিশুটি। অভিযুক্ত অর্থাৎ পাশের বাড়ির কাকুর কাছে মাঝেমধ্যেই যেত শিশুটি। শনিবার অভিযুক্ত জানিয়েছিলেন তিনি বাড়িতে নিয়ে গিয়ে শিশুটিকে ভাত খাওয়াবেন।
রাত গাড়তে শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। তল্লাশি শুরু করে পুলিশ। অভিযুক্তকে অসমের নিলামবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অপহরণ ও হত্যার অভিযোগ সহ একাধিক ধারায় মামলা হয়েছে। আজ, সোমবার আগরতলায় আদালতে তোলা হবে অভিযুক্তকে।
এই ঘটনায় সরব হয়েছে তৃণমূল। বাংলার শাসক দলের বক্তব্য, শিশুকন্যার বয়স ছিল মাত্র ১৪ মাস। বিজেপি শাসিত ত্রিপুরাতে সেও নিরাপদ ছিল না। পানিসাগরে, এক শিশুকন্যাকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে। এই ঘটনা এতটাই ভয়াবহ যে, এটি মানবতার ধারণাকেই ভেঙে দেয়। বিজেপির শাসন বার বার শিশুদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। ক্ষমতায় থাকা ব্যক্তিরা যখন উপেক্ষা করতে শুরু করে, তখন দানবরা ভয় পাওয়া বন্ধ করে দেয়। বিজেপির প্রতি তৃণমূলের প্রশ্ন, উপেক্ষাই কি নতুন সুপার পাওয়ার হয়ে উঠেছে?