২৫ বছরের অপেক্ষার অবসান! সেরা অভিনেতার পুরস্কার পেলেন অভিষেক বচ্চন,কাদের উৎসর্গ করলেন এই পুরস্কার?

October 13, 2025 | 2 min read

Authored By:

Saikat Saikat
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৩:৩২: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অভিষেক বচ্চনের অভিনয়জীবন শুরু হয়েছিল ২৫ বছর আগে।এই দীর্ঘ সময়ে তিনি অসংখ্য স্মরণীয় অভিনয় উপহার দিয়েছেন দর্শকদের। তবু এত বছরেও কখনও হাতে ওঠেনি সেরা অভিনেতার পুরস্কার। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। ২০২৫ সালের ৭০তম Filmfare Awards 2025-এ প্রথমবারের জন্য সেরা অভিনেতা (পুরুষ) বিভাগে পুরস্কার জিতে নিলেন অভিষেক। তাঁর ২০২৪ সালের বহুল প্রশংসিত ছবি I Want To Talk-এর জন্য এই সম্মান পেলেন তিনি।

মঞ্চে পুরস্কার হাতে তুলে নেওয়ার মুহূর্তে চোখে জল এনে ফেলা আবেগময় বক্তব্য দিয়ে দর্শকদের হৃদয় ছুঁয়ে যান অভিষেক। তিনি বলেন, “এই বছর আমার ২৫ বছর পূর্ণ হচ্ছে ইন্ডাস্ট্রিতে। কতবার এই পুরস্কারের জন্য বক্তব্য প্র্যাকটিস করেছি মনে নেই। আজ সেই স্বপ্ন সত্যি হল। পরিবারকে সামনে পেয়ে এই মুহূর্তটা আরও বিশেষ।”

তাঁর পাশে ছিলেন সহ-অভিনেতা কার্তিক আরিয়ান। মজার ছলে অভিষেক বলেন, “কার্তিক, একটু থামো। তুমি নিজেই কেঁদে ফেললে, আমাকেও কাঁদিয়ে দিলে।” এরপর তিনি ধন্যবাদ জানান সকল পরিচালক ও প্রযোজকদের, যারা গত ২৫ বছরে তাঁর প্রতি আস্থা রেখেছেন।

সবশেষে তিনি বিশেষভাবে উল্লেখ করেন তাঁর স্ত্রী ঐশ্বর্যা রাই বচ্চন ও মেয়ে আরাধ্যা বচ্চনের কথা। “তোমাদের সমর্থন ছাড়া আমি আজ এখানে পৌঁছতে পারতাম না। এই পুরস্কার আমি উৎসর্গ করছি আমার দুই নায়ককে—আমার বাবা আর আমার মেয়েকে।”

‘I Want To Talk’ ছবিতে অভিষেক একজন অসুস্থ বাবার চরিত্রে অভিনয় করেছেন, যিনি মৃত্যুর আগে মেয়ের সঙ্গে নিজের সম্পর্কটা নতুন করে গড়ে তুলতে চান। ছবিটি পরিচালনা করেছেন সুজিত সরকার, যিনি ‘Vicky Donor’, ‘October’, ‘Piku’-এর মতো জনপ্রিয় সিনেমার নির্মাতা। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই সিনেমায় আরও অভিনয় করেছেন জয়ন্ত কৃপালিনি সহ অনেকে।

অভিনয়জীবনের ২৫ বছরের মাথায় এমন একটি গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়ে অভিনেতা যেমন আবেগাপ্লুত, তেমনি গর্বিতও। দর্শক ও ইন্ডাস্ট্রির অগণিত শুভেচ্ছা বার্তা ভেসে এসেছে সোশ্যাল মিডিয়ায়। এই পুরস্কার অভিষেকের ক্যারিয়ারের এক বিশেষ মাইলস্টোন হিসেবে থেকে যাবে নিঃসন্দেহে।

এদিকে, কাজের দিক থেকে অভিষেককে সম্প্রতি দেখা গেছে Housefull 5-এ, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ,জ্যাকলিন। আগামীতে তিনি দেখা দেবেন King ছবিতে, যেখানে তাঁর সহ-অভিনেতা থাকবেন শাহরুখ খান ও সুহানা খান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen