Pakistan: গাজা ইস্যুতে উত্তাল পাকিস্তান, মুরিদকেতে TLP-র সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত অন্তত ৪

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৭:১১: গাজায় ইজরায়েলের (Israel) সামরিক অভিযানের প্রতিবাদে ফের উত্তাল পাকিস্তান (Pakistan)। ইসলামাবাদের পর এবার বিক্ষোভের আঁচ পৌঁছেছে পঞ্জাবের মুরিদকে। সোমবার ভোররাতে ইসলামি রাজনৈতিক দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (TLP)-এর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত চারজন, যার মধ্যে রয়েছেন এক পুলিশ আধিকারিকও।
পাক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সংঘর্ষ শুরু হয় রাত তিনটে নাগাদ। টিএলপি-র সমর্থকরা ইসলামাবাদের উদ্দেশে মিছিল শুরু করলে পুলিশ বাধা দেয়। এরপরই শুরু হয় গোলাগুলি, ছোড়া হয় কাঁদানে গ্যাস। প্রায় ছয় ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে শেখপুরার স্টেশন হাউস অফিসার শাহজাদ নওয়াজ নিহত হন। নিহত হয়েছেন তিনজন বিক্ষোভকারীও। আহত হয়েছেন অন্তত ৪৮ জন নিরাপত্তাকর্মী, যার মধ্যে ১৭ জন গুলিবিদ্ধ।
টিএলপি-র দাবি, পুলিশের গুলিতে দলের প্রধান সাদ রিজভিও গুরুতর জখম হয়েছেন এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিক্ষোভের মূল কারণ গাজায় (gaza) ইজরায়েলের সামরিক পদক্ষেপ এবং পাকিস্তান সরকারের ‘নীরবতা’। শুক্রবার থেকে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে টিএলপি-র লাখ লাখ সমর্থক রাস্তায় নেমেছেন। মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাকও দেওয়া হয়েছে।
টিএলপি-র অভিযোগ, পাকিস্তান সরকার এবং সেনাপ্রধান আসিম মুনির ‘মার্কিন ও ইজরায়েলি স্বার্থে’ কাজ করছেন। দলটি দাবি করেছে, বর্তমান সরকার ‘ডোনাল্ড ট্রাম্প ও বেঞ্জামিন নেতানিয়াহুর হাতের পুতুল’।