২০২৩ সালে দেশে আত্মঘাতি ১০,৭৮৬ কৃষক-কৃষিশ্রমিক! সর্বাধিক BJP শাসিত মহারাষ্ট্রে, বিড়ম্বনায় মোদী সরকার

October 13, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৭:৩৫: ডবল ইঞ্জিন রাজ্যে কমছেই না কৃষক আত্মহত্যা! শুধুমাত্র ২০২৩ সালে দেশে আত্মহত্যা করেছেন ১০,৭৮৬ জন কৃষক ও কৃষিশ্রমিক – এমন উদ্বেগজনক তথ্য উঠে এসেছে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (NCRB)-র বার্ষিক অপরাধ পরিসংখ্যান রিপোর্টে। এই সংখ্যা দেশের মোট আত্মহত্যার ৬.৩ শতাংশ, যা মোট ১,৭১,৪১৮ জন আত্মহত্যাকারীর মধ্যে কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত। এর মধ্যে ৪,৬৯০ জন কৃষক এবং ৬,০৯৬ জন কৃষিশ্রমিক। পুরুষ কৃষকের সংখ্যা ৪,৫৫৩ এবং মহিলা কৃষক ১৩৭ জন। কৃষিশ্রমিকদের মধ্যে ৫,৪৩৩ জন পুরুষ এবং ৬৬৩ জন মহিলা আত্মহত্যা করেছেন।

এই পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি কৃষক ও কৃষিশ্রমিক আত্মহত্যার ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে- মোট ৪,১৫১ জন। এরপর রয়েছে কর্নাটক (২,৪২৩ জন), অন্ধ্রপ্রদেশ (৯২৫ জন), মধ্যপ্রদেশ (৭৭৭ জন) এবং তামিলনাড়ু (৬৩১ জন)। মহারাষ্ট্র ও কর্নাটকে কৃষকদের আত্মহত্যার হার বেশি, অন্যদিকে অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ ও তামিলনাড়ুতে কৃষিশ্রমিকদের আত্মহত্যার সংখ্যা তুলনামূলকভাবে বেশি।

এনসিআরবি কৃষিক্ষেত্রে আত্মহত্যাকে দুটি ভাগে শ্রেণিবদ্ধ করে, একটি কৃষক, যাঁরা নিজস্ব জমিতে চাষ করেন এবং অন্যটি কৃষিশ্রমিক, যাঁরা অন্যের জমিতে কাজ করেন এবং কৃষিশ্রমই যাঁদের প্রধান জীবিকা। এই দুই শ্রেণির আত্মহত্যার সংখ্যা মিলিয়ে মহারাষ্ট্র ও কর্নাটক পরপর দু’বছর শীর্ষে রয়েছে, যা বিশেষজ্ঞদের মতে অত্যন্ত উদ্বেগজনক।

বিশেষজ্ঞদের মতে, কৃষকদের জন্য একের পর এক প্রতিশ্রুতি দিলেও, তৃণমূলের অভিযোগ একটি প্রতিশ্রুতিও পূরণ করেনি মোদী সরকার। ফসলের কোনও নূন্যতম সহায়ক মূল্য নেই, কৃষকের আয় দ্বিগুণ হয়নি, কৃষি ঋণ বৃদ্ধি পেয়েছে। এছাড়া কৃষকদের দুর্দশার মূল কারণ অর্থকরী ফসলের উপর নির্ভরতা, যেমন তুলো বা আখ। এই ধরনের ফসল চাষে উচ্চ বিনিয়োগ প্রয়োজন হয়, ফলে মহাজনের কাছ থেকে ঋণ নিতে হয়, যার উপর চড়া সুদের চাপ থাকে। ফলন আশানুরূপ না হলে কৃষকরা চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন। যদিও পিএম-কিসান প্রকল্প, সুলভে শস্যঋণ এবং শস্য বিমা কিছুটা সহায়তা করে, তবুও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি।

পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, গোয়া, মনিপুর, মিজ়োরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, চন্ডিগড়, দিল্লি এবং লাক্ষাদ্বীপে ২০২৩ সালে কৃষিক্ষেত্রে কোনও আত্মহত্যার ঘটনা ঘটেনি বলে জানিয়েছে এনসিআরবি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen