IND vs WI 2nd Test: জয়ের দোরগোড়ায় ভারত, পঞ্চম দিনে চাই মাত্র ৫৮ রান

প্রথম ইনিংস
ভারত: ৫১৮/৫ ডিক্লেয়ার (যশস্বী ১৭৫, শুভমান ১২৯*, ওয়ারিকান ৯৮/৩)
ওয়েস্ট ইন্ডিজ: ২৪৮ (আথানাজে ৪১, হোপ ৩৬, কুলদীপ ৮২/৫, জাদেজা ৪৬/৩)
দ্বিতীয় ইনিংস
ওয়েস্ট ইন্ডিজ: ৩৯০ ফলো-অন (ক্যাম্পবেল ১১৫, হোপ ১০৩, কুলদীপ ১০৪/৩, বুমরাহ ৪৪/৩)
ভারত: ৬৩/১ (সুদর্শন ৩০*, ওয়ারিকান ১৫/১)
পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য ৫৮ রান দরকার।
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৯:৩৫: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে পঞ্চম দিনে গড়াতে চলেছে দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে আড়াই দিনে ম্যাচ শেষ করেছিল রোহিত শর্মার দল। তবে দ্বিতীয় টেস্টে শাই হোপদের দৃঢ়তায় ম্যাচ গড়াল পঞ্চম দিনে। যদিও মঙ্গলবার সকালে ভারতের জয় এখন কেবল সময়ের অপেক্ষা। ১২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে ভারতের রান ১ উইকেটে ৬৩। জিততে প্রয়োজন মাত্র ৫৮ রান।
তৃতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ ছিল ৩ উইকেটে ১৭৩ রানে। চতুর্থ দিনের শুরুতে জন ক্যাম্পবেল ও শাই হোপ ভারতীয় বোলারদের দৃঢ়ভাবে সামলান। ক্যাম্পবেল ১৯৯ বলে ১১৫ রানের অনবদ্য ইনিংস খেলেন, যেখানে ছিল ১২টি চার ও ৩টি ছক্কা। শাই হোপও তুলে নেন সেঞ্চুরি, তাঁকে ১০৩ রানে ফিরিয়ে দেন মহম্মদ সিরাজ। শেষদিকে জাস্টিন গ্রিভসের হাফসেঞ্চুরি ও জেডন সিলসের ৩২ রানে ভর করে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ৩৯০ রান তোলে। ফলে ফলোঅন করেও তারা ভারতের সামনে রাখে ১২১ রানের লক্ষ্য।
ভারতের বোলিং বিভাগে কুলদীপ যাদব ও জশপ্রীত বুমরাহ নেন ৩টি করে উইকেট, সিরাজের ঝুলিতে যায় ২টি। প্রথম ইনিংসে ভারত ৫ উইকেটে ৫১৮ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে অলআউট হয় ২৪৮ রানে। ফলোঅন করানোর সিদ্ধান্ত নেয় ভারত, যা নিয়ে প্রশ্ন উঠেছে ক্রিকেটমহলে। অনেকেই মনে করছেন, এই সিদ্ধান্তে বোলারদের উপর বাড়তি চাপ পড়েছে, কারণ তাঁদের টানা আড়াই দিন বল করতে হয়েছে।
চতুর্থ দিনের শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৬৩। যশস্বী জয়সওয়াল তাড়াহুড়ো করতে গিয়ে আউট হলেও, কেএল রাহুল (২৫*) ও সাই সুদর্শন (৩০*) ক্রিজে রয়েছেন। পঞ্চম দিনে ভারতের জয় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। এই জয় নিশ্চিত হলে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেবে ভারত।