ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে সম্পন্ন SIR-র মূল পর্ব, জানাল নির্বাচন কমিশন

October 13, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:২২: রাজ্যের দুই জেলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের গুরুত্বপূর্ণ ধাপ সম্পূর্ণ হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, ওই দুই জেলায় ‘ম্যাপিং’ ও ‘আপলোডিং’-এর কাজ শেষ হয়েছে। সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সব জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করে কাজের অগ্রগতি পর্যালোচনা করেন।

 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বিশেষ নিবিড় সংশোধনের মূল পর্ব শেষ হয়েছে। ঝাড়গ্রামে ইতিমধ্যেই প্রায় ৭৪ শতাংশ ভোটার তালিকা মিলিয়ে দেখা হয়েছে। বাকি জেলাগুলিতেও আগামী ১৫ অক্টোবরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

 

তবে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় কাজের গতি কিছুটা মন্থর হয়েছে। কমিশন (Election Commission Of India) জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকায় প্রশাসনিক আধিকারিকেরা বর্তমানে ত্রাণ কার্যক্রমে ব্যস্ত থাকায় ম্যাপিংয়ের কাজ কিছুটা পিছিয়ে পড়েছে। প্রয়োজনে ওইসব জেলায় কলকাতা থেকে অতিরিক্ত কর্মী পাঠানোর পরিকল্পনাও করা হচ্ছে।

 

কমিশন সূত্রে খবর, ‘ম্যাপিং’-এর সময় সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকার সঙ্গে ২০০২ সালের এসআইআর (SIR) তালিকা মিলিয়ে দেখা হচ্ছে। যেসব ভোটারের তথ্য মিলে যাচ্ছে, তাঁদের নতুন করে নথি বা যাচাইয়ের প্রয়োজন হবে না। এই তথ্য বুথ লেভেল আধিকারিকদের (BLO) অ্যাপে পাঠানো হবে, যাতে তাঁরা মাঠপর্যায়ে যাচাই করতে পারেন। পাশাপাশি ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) এবং সহকারী ইআরওদেরও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

 

নির্বাচন সদন থেকে সরাসরি এই প্রক্রিয়ার ওপর নজর রাখা হবে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কাজের অগ্রগতি নিয়মিতভাবে রাজনৈতিক দলগুলিকে জানানো হবে এবং প্রতিটি ধাপে তাদের মনোনীত বুথ লেভেল এজেন্টদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen