মোদী আমলে বন্ধ ৯০ হাজার স্কুল, লক্ষাধিক বিদ্যালয় চলছে একজন শিক্ষকে নির্ভর করে!

October 14, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:১২: মোদী আমলে দিন দিন বেহাল হচ্ছে দেশের শিক্ষাব্যবস্থা। খোদ কেন্দ্রের রিপোর্টে উঠে এল ভয়ঙ্কর তথ্য। মোদী সরকারের আমলে গত ১০ বছরে দেশে সরকারি স্কুলের সংখ্যা কমেছে ৮ শতাংশ। প্রায় ৯০ হাজার স্কুল বন্ধ হয়ে গিয়েছে। মাত্র একজন শিক্ষকের উপর নির্ভর করে চলছে লক্ষাধিক স্কুল। সংখ্যাটা ১০,৪,১২৫। স্কুলগুলিতে পড়াশুনো করছে ৩৩ লক্ষ ৭৬ হাজার ৭৬৯ জন ছাত্রছাত্রী। সিঙ্গল টিচার স্কুলের সংখ্যায় শীর্ষে রয়েছে ডাবল ইঞ্জিন অন্ধ্রপ্রদেশ এবং উত্তরপ্রদেশ।

শিক্ষার অধিকার আইন, ২০০৯ অনুযায়ী, প্রাথমিক স্তরে অর্থাৎ প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষক ও পড়ুয়ার অনুপাত হওয়া উচিত ১:৩০ ও উচ্চ প্রাথমিক স্তরে অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ১:৩৫। প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে যথাক্রমে ৩০ ও ৩৫ জন পড়ুয়া পিছু এক জন করে শিক্ষক বা শিক্ষিকা থাকা প্রয়োজন। শিক্ষামন্ত্রকের প্রকাশিত ২০২৪-২৫ অর্থবর্ষের রিপোর্ট বলছে, নিয়মবিধি মানা হচ্ছে না। সমগ্র শিক্ষা মিশনের অধীনে ২০২৫ সালের মধ্যে পড়ুয়া-শিক্ষক অনুপাত ২০:১ অর্জনের লক্ষ্যমাত্রা ঘোষণা করেছিল মোদী সরকার। শিক্ষামন্ত্রকের সাম্প্রতিক পরিসংখ্যান বলে দিচ্ছে, লক্ষ্যমাত্রা পূরণ এখন বিশ বাঁও জলে।

দেশে সবচেয়ে বেশি সিঙ্গল টিচার স্কুল রয়েছে অন্ধ্রপ্রদেশে, সংখ্যাটা ১২, ৯১২। তারপরই রয়েছে যোগীরাজ্য উত্তরপ্রদেশ, ৯,৫০৮। সিঙ্গল টিচার স্কুলে পাঠরত মোট ৩৩ লক্ষ পড়ুয়ার মধ্যে কেবল উত্তরপ্রদেশেই ৬ লক্ষেরও বেশি পড়ুয়া রয়েছে। তৃতীয় স্থানে ঝাড়খণ্ড (৯ হাজার ১৭২), মহারাষ্ট্র (৮ হাজার ১৫২) চতুর্থ ও কর্ণাটক (৭ হাজার ৩৪৯) পঞ্চমে।

গত ১০ বছরে দেশে সরকারি স্কুলের সংখ্যা ১১,০৭,১০১ থেকে কমে হয়েছে ১০১৭,৬৬০। ২০১৪-১৫ থেকে ২০২৩-২৪ বর্ষের মধ্যে ৮৯,৪৪১ স্কুল বন্ধ হয়ে গিয়েছে, যার মধ্যে ৬০ শতাংশ স্কুল উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের।

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen