দীপাবলির পর SIR-বিরোধী আন্দোলনে নামছে তৃণমূল, কলকাতায় মিছিলের নেতৃত্বে অভিষেক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:২৩: রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকার SIR-র প্রস্তুতি। শোনা যাচ্ছে, শীঘ্রই বাংলায় SIR শুরু হবে। চলতি বছরের বাদল অধিবেশন থেকে লাগাতার SIR বিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছে তৃণমূল। দিল্লির রাজপথ থেকে সংসদের অধিবেশন কক্ষ SIR-র প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল। মুখ্যমন্ত্রী একুশে জুলাইয়ের মঞ্চ প্রথম সুর চড়ান ভোটার তালিকার নিবিড় সংশোধনের বিরুদ্ধের। এবার আল আউট অ্যাকশনে নামছে তৃণমূল।
দীপাবলি অর্থাৎ কালীপুজো মিটলেই SIR-বিরোধী আন্দোলনের ঝাঁঝ বাড়াবে বাংলার শাসক দল। আপাতত বিজয়া সম্মেলনীর আয়োজন করছে তৃণমূল নেতৃত্ব। এরপরই ময়দানে নামবেন শাসক দলের নেতা। সূত্রের খবর, ২ নভেম্বর কলকাতায় সুবিশাল SIR-বিরোধী মিছিলের আয়োজন করা হচ্ছে। শোনা যাচ্ছে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মিছিলে নেতৃত্ব দেবেন।
সম্প্রতি মুখ্যমন্ত্রী SIR-কে ঘুরপথে NRC করার চক্রান্ত বলে অভিযোগ করেছিলেন। সূত্রের খবর, তৃণমূল নেতাদের ব্লকে ব্লকে মানুষের কাছে পৌঁছে যেতে নিদান দিয়েছেন দলের শীর্ষ নেতারা। মানুষকে SIR-র ক্ষতিকারক দিকে সম্পর্কে জানাবেন রাজ্যের শাসক দলের নেতারা। সব মিলিয়ে পুরোদমে ময়দানে নামছে তৃণমূল।