কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ রুখল ভারতীয় সেনা, গুলির লড়াইয়ে খতম দুই সন্ত্রাসবাদী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৫৭: জম্মু-কাশ্মীরে বরফ পড়ার আগেই জঙ্গি প্রবেশের চেষ্টা রুখে দিল ভারতীয় সেনা। এ খবর আগেই ছিল সেনাবাহিনীর কাছে। সীমন্তবর্তী গ্রামগুলিতে সেনা ক্যাম্প তৈরি করেছে। কুপওয়ারা দিয়ে কাশ্মীরে প্রবেশের চেষ্টা করল জঙ্গিরা। তাদের আটকে দিল ভারতীয় সেনা। গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত দুই জঙ্গির মৃত্যু হয়েছে।
পহেলগাঁও হামলা থেকে শিক্ষা নিয়েছে সেনা। পহেলগাঁও হামলাকারীরা বরফ পড়ার আগেই ঢুকে পড়েছিল ভারত ভূমিতে। চলতি বছরের মার্চের শুরু থেকে গোটা কাশ্মীরজুড়ে নানা এলাকায় সেনা-জঙ্গির লড়াই শুরু হয়েছিল। এবার আগেভাগে সতর্ক ভারতীয় সেনা।
জানা যাচ্ছে, সোমবার রাতে কুপওয়ারা জেলার মাছিল সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর টহল দিচ্ছিল জওয়ানরা। সীমান্তে সন্দেহজনক গতিবিধি চোখে পড়ে সেনার। শুরু হয় তল্লাশি অভিযান। হঠাৎ করে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। ভারতীয় সেনা পাল্টা উত্তর দেয়। শুরু হয় প্রবল গুলির লড়াই। শেষ পর্যন্ত মৃত্যু হয় দুই জঙ্গির। সেনা জানিয়েছে, মাছিল সেক্টরে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল দুই জঙ্গি। সোমবার সন্ধে সাতটা নাগাদ প্রথম জঙ্গিদের গতিবিধি ধরা পড়ে। কিছুক্ষণ গুলিবিনিময়ের পরই দুই জঙ্গির মৃত্যু হয়। এখনও তাদের পরিচয় জানা যায়নি। এলাকায় এখন তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা ও নিরাপত্তা বাহিনী।